গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্য নির্বাহী কমিটি গঠন কল্পে এক জরুরী সভা বৃহস্পতিবার পৌরসভার কর আদায় শাখায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের আহ্বায়ক ও পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক। সভার শুরুতে সকল ভাষা শহীদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগদের মৃত্যুতে প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন পৌর নিবাহী কর্মকর্তা মোঃ আব্দুল হানিফ সরদার, সহকারী প্রকৌশলী আ.ন.ম. আসাদুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, জেলা পৌরকর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসিয়েশনের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, আব্দুল আহাদ বাবু, অমিতাভ চক্রবর্তী, মোঃ নূর হোসেন, মিজানুর রহমান, মধু মিয়া, হাফিজুর রহমান হিরু, যুধিষ্ঠির চন্দ্র সরকার, লুৎফর রহমান, ফয়সাল আহমেদ প্রমুখ। বক্তারা পৌর কর্মচারীদের ঐক্য, দাবী দাওয়া পূরণের লক্ষে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন।
পরে আগামী ৩ (তিন) বছরের জন্য একটি সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের প্রসত্মাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। মোঃ আবদুল আহাদ বাবুকে সভাপতি এবং মোঃ নূর হোসেন সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধক্ষ হাফিজুর রহমান হিরম্ন, সদস্য মোঃ লুৎফর রহমান, মোঃ ফয়সাল আহমেদ।
2 thoughts on “গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্যনির্বাহী কমিটি গঠন”