জেলার শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গতকাল বুধবার দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রথমা প্রকাশনীসহ ৩৯টি স্টল দেওয়া হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা সরকারি কলেজ বইমেলার আয়োজন করে। সকালে মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান। পরে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
এতে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ খলিলুর রহমান। বক্তব্য দেন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সভাপতি জহরুল কাইয়ুম, কলেজশিক্ষক আনোয়ার হোসেন, আবদুল কাইয়ুম প্রমুখ। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন অতিথিরা।