রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কবরস্থান এলাকায় বন্যার্তদের জন্য উত্তোলন করা সাহায্যের টাকার বাক্স ছিনিয়ে নিয়েছেন ডিএসসিসির ৬৪,৬৫, ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী শারমিন আক্তার রিতার ছেলে সোহাম।
এই বিষয়ে যাত্রাবাড়ী থানায় অভিযুক্ত সোহাম তার সহযোগী ৪ জনের নামে এবং অজ্ঞাত আরো ১০/১২জনের নামে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং যাত্রাবাড়ি এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের জানানো হয়েছে।
গত শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ রায়েরবাগ যাত্রী ছাউনিতে এই ঘটনাটি ঘটে।যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে ভুক্তভোগী নিশাতুজ্জামান তালহা (২০) পিতা মোঃ নুরুজ্জামান, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী, ইউথ সোসাইটি অর্গানাইজেশনের পক্ষ থেকে কয়েকজনকে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করতে তহবিল জোগাড় করছিলেন।
গত শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদের সামনে দাঁড়িয়ে মানুষের কাছে চেয়ে অর্থ সংগ্রহ করে।
পরবর্তীতে তারা নামাজ শেষে রায়েরবাগ যাত্রী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ডিএসসিসির ৬৪,৬৫, ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী শারমিন আক্তার রিতার ছেলের নেতৃত্বে মোঃ তানভীর বিহারী, মাহাবুব বিহারী, সাজু বিহারী, তৌহিদ বিহারী সহ আরো ১০ থেকে ১২ জন লোক ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুড়ি, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সংগৃহীত টাকার বাক্স ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় উক্ত ব্যক্তিরা নিশাতুজ্জামান তালহাকে ছুরি ও লাঠি দিয়ে উপর্যুপুরি আঘাত করে। এ সময় তারা ভুক্তভোগীর মানিব্যাগে থাকা ৫ হাজার টাকা, বন্যার্তদের সাহায্যের জন্য সংগৃহীত ৩০ হাজার টাকা, ছিনিয়ে নিয়ে যায়, এবং ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলে। পরবর্তীতে আহত ব্যক্তির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরবর্তীতে আহত তালহাকে উদ্ধার করে দেশ বাংলা হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে যায়। ছিনতাইকারীদের আঘাতে ওই শিক্ষার্থীর বাম চোখ মারাত্মক জখম হয়।
এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মাহবুবের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি ভিকটিম এর সাথে মিট মাট করার চেষ্টা চলছে।