Dhaka 5:29 pm, Saturday, 14 September 2024

ফরিদপুরে আলোচিত শিশু হত্যায় :এক জনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

সোমবার দুপুর পরবর্তী সময়ে জেলা ও দায়রা  আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ আদেশ প্রদান করেন। আদালতে আসামিদের উপস্থিতিতেই এ রায় প্রদান করা হয়।
আরো পড়ুন: ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ পালন
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মোঃ জিন্দার খলিফা, পিতা : টুকু খলিফা, গ্রাম : মেহেরদিয়া, উপজেলা : নগরকান্দা, জেলা : ফরিদপুর। এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর নাম মাহাবুল শেখ, পিতা : কাজু শেখ, গ্রাম :মেহেরদিয়া, উপজেলা : নগরকান্দা, জেলা : ফরিদপুর।

মামলার বিবরণী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট স্বপন পালের বক্তব্য হতে জানা যায়, ২০১৯ সালের ১লা জুলাই সন্ধ্যায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুড়াপাড়া বাজার হতে শিশু আবু বকর (৮) কে আসামি জিন্দার খলিফা ও মাহাবুল শেখ নিজ অটোরিকশায় অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণের পর আবু বকরের পরিবারের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। চাহিদা মত মুক্তিপনের টাকা না পাওয়ায় আসামিরা শিশু আবু বকরকে গলা টিপে হত্যা করে। হত্যা পরবর্তীতে লাশ রাখার জায়গা না পেয়ে পার্শ্ববর্তী বিলের মধ্যে কচুরিপানার নিচে লাশটি ডুবিয়ে রাখে।

এদিকে শিশু আবু বকরকে খুঁজে না পাওয়ায় তার পিতা পাঁচু খলিফা বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি অপহরণের অভিযোগ ও মামলা দায়ের করে। বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের এক পর্যায়ে পুলিশ আসামি মাহাবুল শেখ কে গ্রেফতার করে । আসামি মাহবুল গ্রেফতারের পর কোনো রকম রিমান্ড ছাড়াই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট হত্যার বিষয় টি আদ্যপান্ত স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী বিলের ভিতর কচুরিপানার নিচ থেকে শিশু আবু বকরের লাশ উদ্ধার করা হয়।

দীর্ঘ শোনানি ও সাক্ষ্য প্রমাণ গ্রহণের শেষে সোমবার আদালত এ রায় প্রকাশ করেন। রায় প্রকাশের পর নিহতের পরিবার এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি  প্রকাশ করেন।

আরো পড়ুন: সমুদ্র সৈকতে সুগন্ধা বিচের নাম এখন ‘বঙ্গবন্ধু বিচ’

2 thoughts on “ফরিদপুরে আলোচিত শিশু হত্যায় :এক জনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

বাফুফে থেকে সালাউদ্দিনের বিদায়

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ফরিদপুরে আলোচিত শিশু হত্যায় :এক জনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

Update Time : 02:01:51 pm, Tuesday, 20 February 2024

সোমবার দুপুর পরবর্তী সময়ে জেলা ও দায়রা  আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ আদেশ প্রদান করেন। আদালতে আসামিদের উপস্থিতিতেই এ রায় প্রদান করা হয়।
আরো পড়ুন: ফরিদপুরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ পালন
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মোঃ জিন্দার খলিফা, পিতা : টুকু খলিফা, গ্রাম : মেহেরদিয়া, উপজেলা : নগরকান্দা, জেলা : ফরিদপুর। এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর নাম মাহাবুল শেখ, পিতা : কাজু শেখ, গ্রাম :মেহেরদিয়া, উপজেলা : নগরকান্দা, জেলা : ফরিদপুর।

মামলার বিবরণী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট স্বপন পালের বক্তব্য হতে জানা যায়, ২০১৯ সালের ১লা জুলাই সন্ধ্যায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পুড়াপাড়া বাজার হতে শিশু আবু বকর (৮) কে আসামি জিন্দার খলিফা ও মাহাবুল শেখ নিজ অটোরিকশায় অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণের পর আবু বকরের পরিবারের কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। চাহিদা মত মুক্তিপনের টাকা না পাওয়ায় আসামিরা শিশু আবু বকরকে গলা টিপে হত্যা করে। হত্যা পরবর্তীতে লাশ রাখার জায়গা না পেয়ে পার্শ্ববর্তী বিলের মধ্যে কচুরিপানার নিচে লাশটি ডুবিয়ে রাখে।

এদিকে শিশু আবু বকরকে খুঁজে না পাওয়ায় তার পিতা পাঁচু খলিফা বাদী হয়ে আসামিদের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি অপহরণের অভিযোগ ও মামলা দায়ের করে। বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তের এক পর্যায়ে পুলিশ আসামি মাহাবুল শেখ কে গ্রেফতার করে । আসামি মাহবুল গ্রেফতারের পর কোনো রকম রিমান্ড ছাড়াই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট হত্যার বিষয় টি আদ্যপান্ত স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী বিলের ভিতর কচুরিপানার নিচ থেকে শিশু আবু বকরের লাশ উদ্ধার করা হয়।

দীর্ঘ শোনানি ও সাক্ষ্য প্রমাণ গ্রহণের শেষে সোমবার আদালত এ রায় প্রকাশ করেন। রায় প্রকাশের পর নিহতের পরিবার এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি  প্রকাশ করেন।

আরো পড়ুন: সমুদ্র সৈকতে সুগন্ধা বিচের নাম এখন ‘বঙ্গবন্ধু বিচ’