
বিশ্বব্যাপী জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড’ অবশেষে বাংলাদেশে আসছে। অনুষ্ঠানটির বাংলাদেশি সংস্করণ ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আগামী ২৭ জানুয়ারি থেকে এনটিভিতে সম্প্রচার শুরু হবে। প্রতিযোগিতায় ভরপুর এই গেম শোটি সঞ্চালনা করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
বঙ্গ’র সিইও আহাদ মোহাম্মদ ভাই বলেন, ‘ফ্যামিলি ফিউড’ একটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত অনুষ্ঠান। এটি পারিবারিক বন্ধন ও সম্পর্ক উদযাপন করে। আমরা আশা করি, বাংলাদেশেও এটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে।
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ জানান, এনটিভি সবসময় মানসম্মত অনুষ্ঠান সম্প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এর অংশ হতে পেরে আমরা গর্বিত।
ফ্যামিলি ফিউড’ বাংলাদেশে থাকছে ২৪ টি পর্ব, প্রতি পর্বে দুটো পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তরগুলো অনুমান করে পয়েন্ট জিতে নেয়ার সুযোগ থাকছে। থাকছে নগদ পুরষ্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় থেকে শুরু করে নানারকম ট্রেন্ডি টপিক নিয়ে এসব প্রশ্ন করা হয়েছে- আর প্রশ্নের মধ্যে থাকছে দেশি টুইস্ট।
আনন্দ, উত্তেজনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে থাকছে বেশ কয়েকটি স্পেশাল এপিসোড। এই স্পেশাল এপিসোডগুলোতে থাকবেন মনোজ প্রামাণিক, শাহনাজ খুশি, বৃন্দাবন দাশ, মৌসুমী মৌ ও মারিয়া কিসপট্টার মতো তারকারা।
২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর শো-টি দেখা যাবে বঙ্গ অ্যাপে।