
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যানকুবার নাইটসকে ২২ রানে হারিয়েছে সাকিব-শরিফুলদের বাংলা টাইগার্স। জয়ের দিনে বল হাতে উজ্জল থাকলেও বিবর্ণ ছিলেন ব্যাট হাতে। বল হাতে শরিফুলও ভালো করেছেন।
আগে ব্যাট করে ৭ উইকেটে ১৫২ করে সাকিবের বাংলা টাইগার্স ।
দলের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৫০ করেন পাকিস্তানি ইফতেখার আহমেদ। সাকিব আউট হয়েছেন ৪ বলে ২ রান করে।
জবাবে ১৩০ রানে আটকে যায় ভ্যানকুবার। হার্শ থ্যাকারের ৬৭ বলে ৭৯ রানও ম্যাচ জেতাতে পারেনি দলকে।
বল হাতে ৪ ওভারে ১০ রানে ৩ উইকেট নেন অধিনায়ক সাকিব। শরিফুল ১২ রান দিয়ে পান ১ উইকেট।