Dhaka 2:02 pm, Friday, 5 July 2024

মাকে নিয়ে পূজা চেরির বেদনার্ত পোস্ট

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। রোববার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুরের নিজবাসায় মারা যান তিনি। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা। হারানোর দুই দিন পরেও যন্ত্রণা বুকে নিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক বেদনার্ত পোস্ট।

আরো পড়ুন:মাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল : পূজা

পূজা চেরি সোমবার ( ২৬ মার্চ) তার মাকে স্মরণ করে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, কখনো মুখ ফুটে বলতে পারি নি মামুনি, কতটা ভালোবাসি তোমায়। ২ টা দিন চলে গেলো মনে হচ্ছে ২ যুগ তুমি নেই মা । যতবারই নিঃশ্বাস নিচ্ছি প্রতিটা নিঃশ্বাস যেনো খুঁজছে তোমায়। আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে । একটিবার এসো মা । না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসবো পরে কিন্তু অনেক বকা দিবো । মা মাগো রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম তখন মনে হচ্ছিলো ইশসসস আর কেউ না দেখুক আমি যদি সবসময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম। আমি তো তোমাকে দেখতে পারছি না মা , তুমি তো দেখছো। শুধু আমায় পথ দেখিয়ে দিও । তুমি মনে হয় বুঝতে পারছো কি বলছি আমি। ঠিক আছে ? ভালো থেকো।

আরো পড়ুন:বাবা হতে না পেরেও আক্ষেপ নেই শুভাশিস মুখার্জির

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা। কয়েক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিউতে রাখা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় আনা হয় তাকে। তারপরও শেষরক্ষা হলো না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ১০০ টাকা অযৌক্তিক : পরিবেশমন্ত্রী

মাকে নিয়ে পূজা চেরির বেদনার্ত পোস্ট

Update Time : 03:20:55 pm, Tuesday, 26 March 2024

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। রোববার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুরের নিজবাসায় মারা যান তিনি। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পূজা। হারানোর দুই দিন পরেও যন্ত্রণা বুকে নিয়ে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক বেদনার্ত পোস্ট।

আরো পড়ুন:মাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল : পূজা

পূজা চেরি সোমবার ( ২৬ মার্চ) তার মাকে স্মরণ করে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, কখনো মুখ ফুটে বলতে পারি নি মামুনি, কতটা ভালোবাসি তোমায়। ২ টা দিন চলে গেলো মনে হচ্ছে ২ যুগ তুমি নেই মা । যতবারই নিঃশ্বাস নিচ্ছি প্রতিটা নিঃশ্বাস যেনো খুঁজছে তোমায়। আমার চোখের জল তোমায় চিৎকার করে ডাকছে । একটিবার এসো মা । না হলে পরের জন্মে কিন্তু তোমার মা হয়ে আমি আসবো পরে কিন্তু অনেক বকা দিবো । মা মাগো রাতে যখন বালিশের সাথে মাথাটা ছোঁয়ালাম তখন মনে হচ্ছিলো ইশসসস আর কেউ না দেখুক আমি যদি সবসময় তোমাকে দেখতে পারতাম। অন্তত কেউ কিছু বললে তোমার কাছে বিচার দিতে পারতাম। আমি তো তোমাকে দেখতে পারছি না মা , তুমি তো দেখছো। শুধু আমায় পথ দেখিয়ে দিও । তুমি মনে হয় বুঝতে পারছো কি বলছি আমি। ঠিক আছে ? ভালো থেকো।

আরো পড়ুন:বাবা হতে না পেরেও আক্ষেপ নেই শুভাশিস মুখার্জির

দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা। কয়েক সপ্তাহ আগে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিউতে রাখা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে বাসায় আনা হয় তাকে। তারপরও শেষরক্ষা হলো না।