
আম্বানির ছেলের বিয়ের দাওয়াত রক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা দীপিকা। যেহেতু আম্বানির ছেলের বিয়ে বলে কথা, তাই যেতে তো হবেই। সেজন্য বেরিয়ে পড়েন দীপিকা-রণবীর। তবে পথে বাঁধে বিপত্তি।
আরো পড়ুন:নীতা আম্বানির সঙ্গে মঞ্চে নাচতে গিয়ে বিপাকে পপগায়িকা রিহানা
মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা। হবু মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকা নেন রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন তিনি। দীপিকার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরেননি রণবীর। দীপিকা এমনিতে সবসময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়াচ্ছিল তার চোখে-মুখে।
আরো পড়ুন:হলিউডে প্রিয়াঙ্কার নতুন সফর শুরু
প্রসঙ্গত, বাফটা অ্যাওয়ার্ডের সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তারপর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু সে সময় প্রকাশ্যে দীপিকা বা রণবীর সিং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দীপিকা ও রণবীর। দীপিকা প্রায় তিনমাসের অন্তঃসত্ত্বা। এ বছরের সেপ্টেম্বরেই মা হতে চলছেন তিনি।