Dhaka 8:58 pm, Sunday, 30 June 2024

আরবাজের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা

বলিউডের সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা। ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। কিন্তু ভেঙে যায় তাদের সেই সংসার। ২০১৬ সালে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরবাজ-মালাইকা। এবার ডিভোর্সের কারণ জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের পুরোনো বিবাহিত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মালাইকা। এ সময় অভিনেত্রী জানান, তাদের একমাত্র ছেলে আরহান খানের ভালোর জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে।

আরও পড়ুন:‘ম্যায় হু না’ সিনেমার অডিশনে যে কাণ্ড করেছিলেন রাখি

মালাইকা বলেন, আমি যে পরিবেশে বড় হয়েছি— সেখানে আমাকে বলা হয়েছিল জীবনকে উপভোগ করতে, বেশি লোকের সঙ্গে মিশতে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে। তারপরও জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি ২২-২৩ বছরে বিয়ে করতে চেয়েছি। কেউ আমাকে জোর করেনি। তিনি বলেন, যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি অনুভব করেছি আমার সন্তানকে আরও ভালো করে বড় করার জন্য আমাদের ডিভোর্সটা দরকার। আমি বিশ্বাস করি তুমি তোমার আশপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে।

আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যাপক কটাক্ষের মুখে পড়েছিলেন মালাইকা। রীতিমতো সামাজিকভাবে শিকার হন তিনি। এমনকি খোরপোশ নিয়েও নানান ধরনের কথা শুনতে হয়েছে মালাইকাকে। অনেকের ধারণা— ডিভোর্সের সময় অনেক টাকার খোরপোশ নিয়েছেন এই অভিনেত্রী।

One thought on “আরবাজের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

আরবাজের সঙ্গে ডিভোর্সের কারণ জানালেন মালাইকা

Update Time : 04:15:34 pm, Thursday, 14 March 2024

বলিউডের সাবেক তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরা। ভালোবেসেই ঘর বেঁধেছিলেন দুজন। কিন্তু ভেঙে যায় তাদের সেই সংসার। ২০১৬ সালে ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন আরবাজ-মালাইকা। এবার ডিভোর্সের কারণ জানালেন এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের পুরোনো বিবাহিত জীবনের নানান বিষয় নিয়ে কথা বলেন মালাইকা। এ সময় অভিনেত্রী জানান, তাদের একমাত্র ছেলে আরহান খানের ভালোর জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে।

আরও পড়ুন:‘ম্যায় হু না’ সিনেমার অডিশনে যে কাণ্ড করেছিলেন রাখি

মালাইকা বলেন, আমি যে পরিবেশে বড় হয়েছি— সেখানে আমাকে বলা হয়েছিল জীবনকে উপভোগ করতে, বেশি লোকের সঙ্গে মিশতে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে। তারপরও জানি না আমার মাথায় কী ঢুকেছিল, আমি ২২-২৩ বছরে বিয়ে করতে চেয়েছি। কেউ আমাকে জোর করেনি। তিনি বলেন, যখন আমি ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তখন আমি অনুভব করেছি আমার সন্তানকে আরও ভালো করে বড় করার জন্য আমাদের ডিভোর্সটা দরকার। আমি বিশ্বাস করি তুমি তোমার আশপাশের মানুষদের তখনই ভালো রাখতে পারবে, যখন নিজে ভালো থাকবে।

আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ব্যাপক কটাক্ষের মুখে পড়েছিলেন মালাইকা। রীতিমতো সামাজিকভাবে শিকার হন তিনি। এমনকি খোরপোশ নিয়েও নানান ধরনের কথা শুনতে হয়েছে মালাইকাকে। অনেকের ধারণা— ডিভোর্সের সময় অনেক টাকার খোরপোশ নিয়েছেন এই অভিনেত্রী।