Dhaka 11:39 am, Friday, 28 June 2024

‘ম্যায় হু না’ সিনেমার অডিশনে যে কাণ্ড করেছিলেন রাখি

সবার হয়তো মনে আছে শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ম্যায় হু না’। ফারাহ খান পরিচালিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। শাহরুখ খান, সুস্মিতা সেন, সুনীল শেঠি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মিনি চরিত্র রূপায়ন করেন তিনি।

আরো পড়ুন:আদিল বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে যা বললেন রাখি

শুরুতে মিনি চরিত্রের জন্য অন্য একজন অভিনেত্রীকে চূড়ান্ত করেছিলেন ফারাহ খান। কিন্তু সেই অভিনেত্রীর মা বিলাসবহুল হোটেলে থাকার বায়না ধরেন। অর্থাৎ শাহরুখ খান যে হোটেলে ছিলেন, সেই হোটেলে মেয়েকে নিয়ে থাকার শর্ত দিলে সিনেমাটি থেকে তাকে বাদ দেওয়া হয়। পরে রাখি সাওয়ান্তকে নেওয়া হয়। কিন্তু অডিশন দিতে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রাখি।

আরো পড়ুন:বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করান ‘বাহুবলী’র অভিনেত্রী

সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন পরিচালক ফারাহ খান। এ আলাপচারিতায় স্মৃতিচারণ করে তিনি বলেন, মিনি চরিত্রটি একজন আবেদনময়ী নারীর চরিত্র ছিল। ফলে আমার সহকারী এ ব্যাপারে সতর্ক ছিলেন। দার্জিলিংয়ে ‘ম্যায় হু না’ সিনেমার শুটিং শুরু করেছি। তার দুদিন পর সেখানে পৌঁছান রাখি সাওয়ান্ত। রাখিকে তার নিজের স্টাইলে ক্যামেরার সামনে দাঁড়াতে বলা হয়। তারপর রাখি তার বোরকা খুলে ক্যামেরা কাঁপিয়ে দেন। কারণ, বোরকার নিচে রাখি বিকিনি পরেছিলেন।

One thought on “‘ম্যায় হু না’ সিনেমার অডিশনে যে কাণ্ড করেছিলেন রাখি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

‘ম্যায় হু না’ সিনেমার অডিশনে যে কাণ্ড করেছিলেন রাখি

Update Time : 03:55:30 pm, Thursday, 14 March 2024

সবার হয়তো মনে আছে শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘ম্যায় হু না’। ফারাহ খান পরিচালিত এ সিনেমা ২০০৪ সালে মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। শাহরুখ খান, সুস্মিতা সেন, সুনীল শেঠি ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মিনি চরিত্র রূপায়ন করেন তিনি।

আরো পড়ুন:আদিল বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে যা বললেন রাখি

শুরুতে মিনি চরিত্রের জন্য অন্য একজন অভিনেত্রীকে চূড়ান্ত করেছিলেন ফারাহ খান। কিন্তু সেই অভিনেত্রীর মা বিলাসবহুল হোটেলে থাকার বায়না ধরেন। অর্থাৎ শাহরুখ খান যে হোটেলে ছিলেন, সেই হোটেলে মেয়েকে নিয়ে থাকার শর্ত দিলে সিনেমাটি থেকে তাকে বাদ দেওয়া হয়। পরে রাখি সাওয়ান্তকে নেওয়া হয়। কিন্তু অডিশন দিতে গিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন রাখি।

আরো পড়ুন:বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করান ‘বাহুবলী’র অভিনেত্রী

সম্প্রতি ম্যাশেবল ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন পরিচালক ফারাহ খান। এ আলাপচারিতায় স্মৃতিচারণ করে তিনি বলেন, মিনি চরিত্রটি একজন আবেদনময়ী নারীর চরিত্র ছিল। ফলে আমার সহকারী এ ব্যাপারে সতর্ক ছিলেন। দার্জিলিংয়ে ‘ম্যায় হু না’ সিনেমার শুটিং শুরু করেছি। তার দুদিন পর সেখানে পৌঁছান রাখি সাওয়ান্ত। রাখিকে তার নিজের স্টাইলে ক্যামেরার সামনে দাঁড়াতে বলা হয়। তারপর রাখি তার বোরকা খুলে ক্যামেরা কাঁপিয়ে দেন। কারণ, বোরকার নিচে রাখি বিকিনি পরেছিলেন।