Dhaka 11:03 am, Monday, 8 July 2024

খালিদের শ্রোতাপ্রিয় যত গান

জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান দূরে।

আরো পড়ুন:নিজেকে আড়ালে রাখার কারণ জানালেন জেমস

১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা সংগীতশিল্পী খালিদের। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি। ছিলেন চাইম ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে। দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। প্রায় প্রতিটি গানই এখন ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে ফ্রিতেই শুনতে পারেন শ্রোতারা। তবে একসময় চাইমের খালিদের গলার সেই সুর শুনতে সিডি প্লেয়ার, ক্যাসেট ইত্যাদি কেনার ধুম লেগে যেত বাঙালি শ্রোতাদের।

সোনালি দিনের এই শিল্পীর হৃদয়ছোঁয়া ১০টি গানের মধ্যে রয়েছে :

১. কোনো কারণেই
২. আবার দেখা হবে
৩. মনে পড়ে না
৪. সরলতার প্রতিমা
৫. কিছু না নিয়ে
৬. যদি হিমালয় হয়ে
৭. হয়নি যাবার বেল
৮. এই জোছনা ধারায়
৯. কিভাবে আমায় তুমি কাঁদাবে
১০. মেঘলা ভালোবাসা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খালিদের শ্রোতাপ্রিয় যত গান

Update Time : 01:17:46 pm, Wednesday, 20 March 2024

জনপ্রিয় সংগীতশিল্পী চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান দূরে।

আরো পড়ুন:নিজেকে আড়ালে রাখার কারণ জানালেন জেমস

১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা সংগীতশিল্পী খালিদের। ১৯৮৩ সাল থেকে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি। ছিলেন চাইম ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে। দীর্ঘদিনের ক্যারিয়ারে অসংখ্য গান দর্শকদের উপহার দিয়েছেন তিনি। প্রায় প্রতিটি গানই এখন ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে ফ্রিতেই শুনতে পারেন শ্রোতারা। তবে একসময় চাইমের খালিদের গলার সেই সুর শুনতে সিডি প্লেয়ার, ক্যাসেট ইত্যাদি কেনার ধুম লেগে যেত বাঙালি শ্রোতাদের।

সোনালি দিনের এই শিল্পীর হৃদয়ছোঁয়া ১০টি গানের মধ্যে রয়েছে :

১. কোনো কারণেই
২. আবার দেখা হবে
৩. মনে পড়ে না
৪. সরলতার প্রতিমা
৫. কিছু না নিয়ে
৬. যদি হিমালয় হয়ে
৭. হয়নি যাবার বেল
৮. এই জোছনা ধারায়
৯. কিভাবে আমায় তুমি কাঁদাবে
১০. মেঘলা ভালোবাসা