Dhaka 5:58 pm, Sunday, 7 July 2024

২ হাজার কোটি টাকার মাদক পাচার, প্রযোজক গ্রেপ্তার

দেশের বাইরে দুই হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাফর সাদিক নামের এক চলচ্চিত্র প্রযোজককে। তিনি ডিএমকের প্রাক্তন সদস্য ও কর্মকর্তা। মূলত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন সাদিক। গত ১৫ জানুয়ারি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন সাদিক। অবশেষে শনিবার (৯ মার্চ) গ্রেপ্তার করা হয় এই প্রযোজককে। বিষয়টি নিশ্চিত করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

আরও পড়ুন:মিস ওয়ার্ল্ড ২০২৪ জিতলেন চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে মাদক পাচারের চক্রের মূল হোতা ছিলেন সাদিক। ভারত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন তিনি। ৩ হাজার ৫০০ কইলো সিউডোফেড্রিন ৪৫টি পার্সেলে করে অস্ট্রেলিয়ায় পাচার করেছেন সাদিক। নারকেল এবং ড্রাই ফ্রুটসের মধ্যে করে এসব পার্সেল দেশটিতে পাঠানো হয়েছিল। বিভিন্ন দেশের মাদক পাচার থেকে আসা টাকাই চলচ্চিত্রে বিনিয়োগ করতেন সাদিক। সদ্য মুক্তি পাওয়া ‘মঙ্গাই’ সিনেমাতেও সেই টাকা খরচ করা হয়েছিল। এমনকি তিনি এই টাকা দিয়ে একটি হোটেলও কিনেছেন এই প্রযোজক।

গত সপ্তাহে দুই রেল যাত্রীর থেকে ১৮০ কোটি টাকার মাদক উদ্ধার করার পরেই উঠে আসে সাদিকের নাম। আটককৃতরা জানান, মাদকগুলো শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল। তাদের দুজনের কাছে যথাক্রমে ৩৬ কেজি এবং ৬ কেজির মাদক উদ্ধার করা হয়। এই সিউডোফেড্রিন একটি অত্যন্ত নেশাজাতীয় জিনিস। অনেকটাই কোকেনের মতো।

2 thoughts on “২ হাজার কোটি টাকার মাদক পাচার, প্রযোজক গ্রেপ্তার

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২ হাজার কোটি টাকার মাদক পাচার, প্রযোজক গ্রেপ্তার

Update Time : 01:11:07 pm, Sunday, 10 March 2024

দেশের বাইরে দুই হাজার কোটি টাকার মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাফর সাদিক নামের এক চলচ্চিত্র প্রযোজককে। তিনি ডিএমকের প্রাক্তন সদস্য ও কর্মকর্তা। মূলত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন সাদিক। গত ১৫ জানুয়ারি থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন সাদিক। অবশেষে শনিবার (৯ মার্চ) গ্রেপ্তার করা হয় এই প্রযোজককে। বিষয়টি নিশ্চিত করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

আরও পড়ুন:মিস ওয়ার্ল্ড ২০২৪ জিতলেন চেক সুন্দরী ক্রিস্টিনা পিসকোভা

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে মাদক পাচারের চক্রের মূল হোতা ছিলেন সাদিক। ভারত থেকে প্রায় ২ হাজার কোটি টাকার মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন তিনি। ৩ হাজার ৫০০ কইলো সিউডোফেড্রিন ৪৫টি পার্সেলে করে অস্ট্রেলিয়ায় পাচার করেছেন সাদিক। নারকেল এবং ড্রাই ফ্রুটসের মধ্যে করে এসব পার্সেল দেশটিতে পাঠানো হয়েছিল। বিভিন্ন দেশের মাদক পাচার থেকে আসা টাকাই চলচ্চিত্রে বিনিয়োগ করতেন সাদিক। সদ্য মুক্তি পাওয়া ‘মঙ্গাই’ সিনেমাতেও সেই টাকা খরচ করা হয়েছিল। এমনকি তিনি এই টাকা দিয়ে একটি হোটেলও কিনেছেন এই প্রযোজক।

গত সপ্তাহে দুই রেল যাত্রীর থেকে ১৮০ কোটি টাকার মাদক উদ্ধার করার পরেই উঠে আসে সাদিকের নাম। আটককৃতরা জানান, মাদকগুলো শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল। তাদের দুজনের কাছে যথাক্রমে ৩৬ কেজি এবং ৬ কেজির মাদক উদ্ধার করা হয়। এই সিউডোফেড্রিন একটি অত্যন্ত নেশাজাতীয় জিনিস। অনেকটাই কোকেনের মতো।