Dhaka 12:38 am, Monday, 1 July 2024

ইংল্যান্ডকে উড়িয়ে অস্ট্রেলিয়া সুপার এইটে একধাপ এগিয়ে

ব্রিজটাউনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সতেরোতম ম্যাচে ইংলিশদের ৩৬ রানে হারিয়েছে অজিরা। ইংল্যান্ডকে উড়িয়ে এ জয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিকে দু ম্যাচ খেলেও জয়হীন রইলো ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশো রান অনেকটা নিয়মিত ঘটনাই হয়ে দাড়িয়েছে সাম্প্রতিক সময়ে। অথচ চলমান বিশ্বকাপে রান খরা। অবশেষে আজ ১৭তম ম্যাচে দেখা মিলল দুই শ রানের। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ২০১ রান। খুনে ব্যাটিংয়ে দুই ওপেনার ট্রাভিস হেড আর ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়াকে গড়ে দেন দুশো পেরুনো স্কোরের ভিত। পঞ্চম ওভারে দলীয় ৭০ রানে ৩৯ করে ওয়ার্নার ফিরলে ভাঙে ওপেনিং জুটি। পরের ওভারেই বোল্ড হন অপর ওপেনার ট্রাভিস হেড ।১৮ বলে ৩৪ তার নামের পাশে।

আরো পড়ুন:আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

দুই ওপেনার ফেরার পরেও রানের গতি একটুকুও কমেনি অজিদের। মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা ছোট ছোট অথচ কার্যকর ইনিংসে এগিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। তাতেই কোন ফিফটি ছাড়াই নির্ধারিত ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দুশো পেরোয়। রান তাড়ায় শুরুটা বেশ ভালোই ছিল ইংল্যান্ডের। ফিল সল্ট ও জস বাটলার উদ্বোধনী জুটিতে ৭ ওভারে তুলে ফেলেন ৭৩ রান। কিন্তু অ্যাডাম জাম্পা বোলিংয়ে এসে প্রথম বলেই সল্টকে সাজঘরে ফেরালে খেলার মোড় ঘুরতে শুরু করে। দশম ওভারে অ্যাডাম জাম্পার দ্বিতীয় শিকার ২৮ বলে ৪২ করা অপর ওপেনার জস বাটলার। এরপরেই দিশা হারিয়ে ফেলে ইংলিশরা। উইর জ্যাকস, বেয়ারস্টো, মঈন আলী, লিভিংস্টোন, হ্যারি ব্রুক কেউই পারেননি দলকে জয়ের দিশা দেখাতে। এতে শেষ পর্যন্ত ইংলিশরা থামে ৬ উইকেটে ১৬৫ রানে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

ইংল্যান্ডকে উড়িয়ে অস্ট্রেলিয়া সুপার এইটে একধাপ এগিয়ে

Update Time : 03:24:58 pm, Sunday, 9 June 2024

ব্রিজটাউনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সতেরোতম ম্যাচে ইংলিশদের ৩৬ রানে হারিয়েছে অজিরা। ইংল্যান্ডকে উড়িয়ে এ জয়ে সুপার এইটের পথে একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এদিকে দু ম্যাচ খেলেও জয়হীন রইলো ইংল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে দুইশো রান অনেকটা নিয়মিত ঘটনাই হয়ে দাড়িয়েছে সাম্প্রতিক সময়ে। অথচ চলমান বিশ্বকাপে রান খরা। অবশেষে আজ ১৭তম ম্যাচে দেখা মিলল দুই শ রানের। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ২০১ রান। খুনে ব্যাটিংয়ে দুই ওপেনার ট্রাভিস হেড আর ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়াকে গড়ে দেন দুশো পেরুনো স্কোরের ভিত। পঞ্চম ওভারে দলীয় ৭০ রানে ৩৯ করে ওয়ার্নার ফিরলে ভাঙে ওপেনিং জুটি। পরের ওভারেই বোল্ড হন অপর ওপেনার ট্রাভিস হেড ।১৮ বলে ৩৪ তার নামের পাশে।

আরো পড়ুন:আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট

দুই ওপেনার ফেরার পরেও রানের গতি একটুকুও কমেনি অজিদের। মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা ছোট ছোট অথচ কার্যকর ইনিংসে এগিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। তাতেই কোন ফিফটি ছাড়াই নির্ধারিত ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দুশো পেরোয়। রান তাড়ায় শুরুটা বেশ ভালোই ছিল ইংল্যান্ডের। ফিল সল্ট ও জস বাটলার উদ্বোধনী জুটিতে ৭ ওভারে তুলে ফেলেন ৭৩ রান। কিন্তু অ্যাডাম জাম্পা বোলিংয়ে এসে প্রথম বলেই সল্টকে সাজঘরে ফেরালে খেলার মোড় ঘুরতে শুরু করে। দশম ওভারে অ্যাডাম জাম্পার দ্বিতীয় শিকার ২৮ বলে ৪২ করা অপর ওপেনার জস বাটলার। এরপরেই দিশা হারিয়ে ফেলে ইংলিশরা। উইর জ্যাকস, বেয়ারস্টো, মঈন আলী, লিভিংস্টোন, হ্যারি ব্রুক কেউই পারেননি দলকে জয়ের দিশা দেখাতে। এতে শেষ পর্যন্ত ইংলিশরা থামে ৬ উইকেটে ১৬৫ রানে।