তারা বলেন, এদেশের মানুষ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানে। আগ্রাসনের বিরুদ্ধে এখন এদেশের মানুষ সোচ্চার। নাজমা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানায় তারা। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এর প্রতিবাদে দ্রুত ভূমিকা নেয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে ফেলানী থেকে শুরু করে এ যাবৎ সকল হত্যার বিচারের জোড় দাবি তোলা হয়। তাদের অভিযোগ, ভারত শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে একের পর এক বাংলাদেশ বিরোধী কাজ করে যাচ্ছে।
এর আগে, শুক্রবার সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে ২৮ বছর ওই বয়সী বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানায় ভারতীয় পুলিশ।
পুলিশের দেয়া তথ্যমতে, নিহত ওই নারী বিবাহিত ছিলেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।