
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কয়েকটি দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই তাদের প্রথম সন্তানের মুখ দেখবেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, ইতোমধ্যে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রণবীর-দীপিকা।
আরো পড়ুন:সন্তানের বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা
আরো পড়ুন:বাফটা অ্যাওয়ার্ডস ২০২৪: যারা এবার বাজিমাত করলেন
এর আগে, ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুজনেই বলেছিলেন— সন্তানের কথা ভাবছেন রণবীর-দীপিকা। সেসময় দীপিকা বলেন, রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। পরিবারে এক অতুন অতিথির আসার অপেক্ষা করছি। এদিন সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে দীপিকা বুঝিয়ে দিতে চেয়েছিলেন যে, খুব শিগগিরই সুখবর দিতে চলেছেন তারা। এখন এটাই দেখার পালা— কন্যা না কি পুত্র, রণবীর-দীপিকার ঘর আলো করে কে আসবে? তবে সেই সুখবর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত।