Dhaka 6:11 pm, Tuesday, 10 September 2024

মহম্মদপুরে চালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আসছেন জনাব হাফেজ মাওঃ মুফতি আমির হামজা

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলাতে বাবুখালি ইউনিয়নের চালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে  তাফসিরুল কুরআন মাহফিলে আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং  আসছেন উপমহাদেশের জনপ্রিয় বক্তৃতা ও লাখ লাখ মানুষ যার আলোচনা শুনে দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন,  জনাব হাফেজ মাওঃ মুফতি আমির হামজা (কুষ্টিয়া) ।
মাহফিলে প্রধান বক্তাঃ- হাফেজ ক্বারী মাওঃ নাঈমুল ইসলাম (ফরিদপুরী)।
মাহফিলে সভাপতিত্বে  মোঃ মতিউর রহমান, সুপার, বাবুখালী ইসলামীয়া দাখিল মাদ্রাসা, মহম্মদপুর, মাগুরা এবং মাহফিল পরিচালনা করবেন হাফেজ মোঃ হাবিব হোসেন মোহতামিম, চালিমিয়া মাদ্রাসা।
এদিকে মুফতি আমীর হামজার মহম্মদপুরে আগমনের খবর শুনে তাফসির প্রেমীদের মধ্যে ব্যাপক প্রচারণা চলছে। প্রচারণার ধরন হচ্ছে শত শত ভক্ত মুফতি আমীর হামজার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে বন্ধুদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন।
মাগুরা জেলা সহ আশেপাশের জেলার মানুষ  মাহফিল শুনতে এবং বক্তাদের কে একনজর দেখার জন্য এসেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে যে কয়েকজন বক্তা কিচ্ছা নির্ভয় নয় কেবল কুরআনের শিক্ষাকে বাস্তবতার সাথে তুলে ধরে তাফসির করে জনাব হাফেজ মাওঃ মুফতি আমির হামজা তাদের মধ্যে শীর্ষে আছেন। ফলে তার মাহফিলে লাখ লাখ লোক সমাবেত হয় তাফসীর শুনতে। মানুষ এখন আজগুবি কিচ্ছা নয় বাস্তব তাফসীরে আগ্রহী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মহম্মদপুরে চালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আসছেন জনাব হাফেজ মাওঃ মুফতি আমির হামজা

Update Time : 09:09:27 pm, Wednesday, 4 September 2024
মাগুরা জেলা মহম্মদপুর উপজেলাতে বাবুখালি ইউনিয়নের চালিমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে  তাফসিরুল কুরআন মাহফিলে আজ ০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং  আসছেন উপমহাদেশের জনপ্রিয় বক্তৃতা ও লাখ লাখ মানুষ যার আলোচনা শুনে দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন,  জনাব হাফেজ মাওঃ মুফতি আমির হামজা (কুষ্টিয়া) ।
মাহফিলে প্রধান বক্তাঃ- হাফেজ ক্বারী মাওঃ নাঈমুল ইসলাম (ফরিদপুরী)।
মাহফিলে সভাপতিত্বে  মোঃ মতিউর রহমান, সুপার, বাবুখালী ইসলামীয়া দাখিল মাদ্রাসা, মহম্মদপুর, মাগুরা এবং মাহফিল পরিচালনা করবেন হাফেজ মোঃ হাবিব হোসেন মোহতামিম, চালিমিয়া মাদ্রাসা।
এদিকে মুফতি আমীর হামজার মহম্মদপুরে আগমনের খবর শুনে তাফসির প্রেমীদের মধ্যে ব্যাপক প্রচারণা চলছে। প্রচারণার ধরন হচ্ছে শত শত ভক্ত মুফতি আমীর হামজার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে বন্ধুদেরকে মাহফিলে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছেন।
মাগুরা জেলা সহ আশেপাশের জেলার মানুষ  মাহফিল শুনতে এবং বক্তাদের কে একনজর দেখার জন্য এসেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে যে কয়েকজন বক্তা কিচ্ছা নির্ভয় নয় কেবল কুরআনের শিক্ষাকে বাস্তবতার সাথে তুলে ধরে তাফসির করে জনাব হাফেজ মাওঃ মুফতি আমির হামজা তাদের মধ্যে শীর্ষে আছেন। ফলে তার মাহফিলে লাখ লাখ লোক সমাবেত হয় তাফসীর শুনতে। মানুষ এখন আজগুবি কিচ্ছা নয় বাস্তব তাফসীরে আগ্রহী।