রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ১১৫৩৯ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা, ১০০ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আরো পড়ুন:বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানালেন সাবিনা ইয়াসমিন
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।
আরো পড়ুন:ঝিনাইদহে কোটি টাকা লোকসানে ক্ষতিগ্রস্থ দুই মৎস সমিতির জেলেরা
One thought on “ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০”