রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৩৯২ পিস ইয়াবা, ১১১ গ্রাম হেরোইন, ৬৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরো পড়ুন:দাম্পত্য কলহ বাড়াচ্ছে ‘প্রেমের বিয়ে’
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪ টি মামলা রুজু হয়েছে।
আরো পড়ুন:আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা
One thought on “ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩০”