Dhaka 9:06 pm, Thursday, 4 July 2024

যমুনায় অবৈধভাবে মাছ ধরায় যুবকের কারাদণ্ড

যমুনায় বিশেষ ফাঁদ (চায়না দুয়ারী জাল ) দিয়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে উপজেলা রেহাইপুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো: শাহিন (২৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ আদালত পরিচালনা করেন।

আরো পড়ুন:প্রতিকূল’ ফ্রান্স ছাড়ছেন মেধাবী মুসলিম পেশাজীবীরা

তিনি জানান, উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে ঐ যুবককে অবৈধ চায়না দুয়ারীসহ আটক করা হয়।আরও জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় অবৈধ ২১৭টি চায়না দুয়ারী জাল ও ৩টি কারেন্ট জাল জব্দ করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৬৮ হাজার টাকা । পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।এদিকে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের ওসি সামচুল ইসলাম, জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও আদালতের পেশকার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর হাসান মজুমদারের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ১০০ টাকা অযৌক্তিক : পরিবেশমন্ত্রী

যমুনায় অবৈধভাবে মাছ ধরায় যুবকের কারাদণ্ড

Update Time : 05:35:33 pm, Tuesday, 2 July 2024

যমুনায় বিশেষ ফাঁদ (চায়না দুয়ারী জাল ) দিয়ে অবৈধভাবে মাছ ধরার দায়ে উপজেলা রেহাইপুকুরিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো: শাহিন (২৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ আদালত পরিচালনা করেন।

আরো পড়ুন:প্রতিকূল’ ফ্রান্স ছাড়ছেন মেধাবী মুসলিম পেশাজীবীরা

তিনি জানান, উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরছে এমন সংবাদের ভিত্তিতে ঐ যুবককে অবৈধ চায়না দুয়ারীসহ আটক করা হয়।আরও জানান জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় অবৈধ ২১৭টি চায়না দুয়ারী জাল ও ৩টি কারেন্ট জাল জব্দ করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৬৮ হাজার টাকা । পরে জব্দকৃত অবৈধ চায়না দুয়ারী জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।এদিকে অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের ওসি সামচুল ইসলাম, জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক ও আদালতের পেশকার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর হাসান মজুমদারের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।