Dhaka 5:31 am, Sunday, 7 July 2024

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এজলাস উদ্বোধন

ঢাকা জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ে অবস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক কার্যক্রমের জন্য এজলাস আধুনিকায়ন করে উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এজলাস আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষ উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। 

আরো পড়ুন:অপু বিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন : বুবলী

এ সময় তিনি বলেন, প্রতিদিন ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বিচারপ্রার্থী আইনি সহায়তা প্রাপ্তির আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত আদালত কক্ষগুলো আকারে ছোট, পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় বিচারপ্রার্থীদের স্থান সংকুলান ও বিচার প্রক্রিয়া সম্পন্নকরণে জটিলতা পরিলক্ষিত হয়। তিনি আরও বলেন, এই সমস্যা সমাধান, বিচারক ও কর্মচারীদের কর্মপরিবেশ উন্নয়ন ও বিচারপ্রার্থীদের আদালত কক্ষে অবস্থান সুশৃঙ্খল, আরামদায়ক ও সহজতর করার লক্ষ্যে আদালত কক্ষ আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়, যা আজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। আনিসুর রহমান বলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়কে স্মার্ট ও আধুনিক সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবাপ্রাপ্তি সহজতর করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলি সাদিক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম হেদায়েতুল ইসলাম প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এজলাস উদ্বোধন

Update Time : 05:59:32 pm, Wednesday, 3 July 2024

ঢাকা জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ে অবস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক কার্যক্রমের জন্য এজলাস আধুনিকায়ন করে উদ্বোধন করা হয়েছে।বুধবার (৩ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এজলাস আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষ উদ্বোধন করেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। 

আরো পড়ুন:অপু বিশ্বাস মানসিক রোগী হয়ে গেছেন : বুবলী

এ সময় তিনি বলেন, প্রতিদিন ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বিচারপ্রার্থী আইনি সহায়তা প্রাপ্তির আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত আদালত কক্ষগুলো আকারে ছোট, পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় বিচারপ্রার্থীদের স্থান সংকুলান ও বিচার প্রক্রিয়া সম্পন্নকরণে জটিলতা পরিলক্ষিত হয়। তিনি আরও বলেন, এই সমস্যা সমাধান, বিচারক ও কর্মচারীদের কর্মপরিবেশ উন্নয়ন ও বিচারপ্রার্থীদের আদালত কক্ষে অবস্থান সুশৃঙ্খল, আরামদায়ক ও সহজতর করার লক্ষ্যে আদালত কক্ষ আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়, যা আজ সফলভাবে বাস্তবায়িত হয়েছে। আনিসুর রহমান বলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়কে স্মার্ট ও আধুনিক সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবাপ্রাপ্তি সহজতর করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিবলি সাদিক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম হেদায়েতুল ইসলাম প্রমুখ।