Dhaka 3:47 pm, Tuesday, 2 July 2024

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 11:44:47 am, Saturday, 29 June 2024
  • 8 Time View

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই মাস ১০ দিন পর মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন;৩০ জুন বিশ্ববিদ্যালয় চালু-বন্ধের বিষয়ে সিদ্ধান্ত

মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।জানা যায়, গত ১৮ এপ্রিল তার স্পনসর (মা‌লিক) ও চালকসহ বি‌শেষ কা‌জে আবুধাবি থেকে দুবাই যাওয়ার প‌থে এসময় আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যান তিনি। এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।বর্তমানে তার মরদেহ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নেওয়া হবে। মৃত্যুকালে ইকবাল তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রেখে গেছেন। ইকবালের স্ত্রী সন্তান সম্ভবা বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।
https://youtu.be/3wYGdi4e1ds?si=RM_X0v1HwezahCNl

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Update Time : 11:44:47 am, Saturday, 29 June 2024

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার দুই মাস ১০ দিন পর মোহাম্মদ ইকবাল হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন;৩০ জুন বিশ্ববিদ্যালয় চালু-বন্ধের বিষয়ে সিদ্ধান্ত

মৃত ইকবালের বাড়ি চট্টগ্রামের রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ সুলতান মেম্বার।জানা যায়, গত ১৮ এপ্রিল তার স্পনসর (মা‌লিক) ও চালকসহ বি‌শেষ কা‌জে আবুধাবি থেকে দুবাই যাওয়ার প‌থে এসময় আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় যান তিনি। এরপর থেকে ইকবাল হাসপাতালের আইসিইউতে নিবিড় পরিচর্যায় ছিলেন।বর্তমানে তার মরদেহ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নেওয়া হবে। মৃত্যুকালে ইকবাল তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রেখে গেছেন। ইকবালের স্ত্রী সন্তান সম্ভবা বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।
https://youtu.be/3wYGdi4e1ds?si=RM_X0v1HwezahCNl