Dhaka 11:06 am, Monday, 1 July 2024

সিসিবির হাতে গ্রেপ্তার অভিনেত্রী হেমা

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হেমাকে বেঙ্গালুরুর রেভ পার্টির মামলায় গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। সোমবার (৩ জুন) গ্রেপ্তার করা হয় তাকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের সূত্র অনুযায়ী, গত ১৯ মে বেঙ্গালুরুর একটি ফার্মহাউজে আয়োজিত রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন হেমা। কিন্তু এ দিন গোপন সংবাদের ভিত্তিতে পার্টিতে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। মূলত এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যেই সিসিবির অফিসে তলব করেছিল হেমাকে। পরিচয় গোপন রাখতে বোরকা পরে হাজির হয়েছিলেন তিনিও। কিন্তু জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় অভিনেত্রীকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ।

আরো পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিসিবির একটি সূত্র জানায়, ওই ফার্মহাউজে জন্মদিনের পার্টির আড়ালে রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে পাশ্ববর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে লোকজন উপস্থিত হয়েছিলেন। ছিলেন বেঙ্গালুরুরের কিছু মানুষও। জানা গেছে, পার্টিতে যোগ দেওয়া অতিথিদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরে হেমাসহ ৮৬ জনের রক্ত পরীক্ষার রিপোর্টে মাদক গ্রহণের তথ্য পাওয়া যায়। এই পার্টিতে অংশ নিয়েছিলেন ১০৩ জন ব্যক্তি। এর মধ্যে ৭৩ জন পুরুষ ও ৩০ জন ছিলেন নারী। ফার্মহাউজের ওই রেভ পার্টিতে অভিযান চালিয়ে এমডিএমএ পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো ক্যানাবিস (গাঁজা), কোকেন, হাই-এন্ড কারস, সাউন্ড এবং লাইটিংসহ ডিজে সরঞ্জাম জব্দ করে পুলিশ। যার মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি। প্রসঙ্গত, আশির দশকের শেষের দিকে রুপালি পর্দায় অভিষেক হয় হেমার। ক্যারিয়ারে এখন পর্যন্ত আড়াই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমেডিয়ান হিসেবেও বেশ খ্যাতি রয়েছে এই অভিনেত্রীর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

সিসিবির হাতে গ্রেপ্তার অভিনেত্রী হেমা

Update Time : 03:07:48 pm, Tuesday, 4 June 2024

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হেমাকে বেঙ্গালুরুর রেভ পার্টির মামলায় গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। সোমবার (৩ জুন) গ্রেপ্তার করা হয় তাকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের সূত্র অনুযায়ী, গত ১৯ মে বেঙ্গালুরুর একটি ফার্মহাউজে আয়োজিত রেভ পার্টিতে অংশ নিয়েছিলেন হেমা। কিন্তু এ দিন গোপন সংবাদের ভিত্তিতে পার্টিতে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। মূলত এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যেই সিসিবির অফিসে তলব করেছিল হেমাকে। পরিচয় গোপন রাখতে বোরকা পরে হাজির হয়েছিলেন তিনিও। কিন্তু জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় অভিনেত্রীকে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চ।

আরো পড়ুন:বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিসিবির একটি সূত্র জানায়, ওই ফার্মহাউজে জন্মদিনের পার্টির আড়ালে রেভ পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে পাশ্ববর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে লোকজন উপস্থিত হয়েছিলেন। ছিলেন বেঙ্গালুরুরের কিছু মানুষও। জানা গেছে, পার্টিতে যোগ দেওয়া অতিথিদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। পরে হেমাসহ ৮৬ জনের রক্ত পরীক্ষার রিপোর্টে মাদক গ্রহণের তথ্য পাওয়া যায়। এই পার্টিতে অংশ নিয়েছিলেন ১০৩ জন ব্যক্তি। এর মধ্যে ৭৩ জন পুরুষ ও ৩০ জন ছিলেন নারী। ফার্মহাউজের ওই রেভ পার্টিতে অভিযান চালিয়ে এমডিএমএ পিল, এমডিএমএ ক্রিস্টাল, হাইড্রো ক্যানাবিস (গাঁজা), কোকেন, হাই-এন্ড কারস, সাউন্ড এবং লাইটিংসহ ডিজে সরঞ্জাম জব্দ করে পুলিশ। যার মূল্য ১ কোটি ৫০ লাখ রুপি। প্রসঙ্গত, আশির দশকের শেষের দিকে রুপালি পর্দায় অভিষেক হয় হেমার। ক্যারিয়ারে এখন পর্যন্ত আড়াই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমেডিয়ান হিসেবেও বেশ খ্যাতি রয়েছে এই অভিনেত্রীর।