জামালপুর জেলা কারাগারে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় আরও এক বন্দি নিহত হয়েছেন। সহিংসতায় এই পর্যন্ত সাতজন নিহত হয়েছে। শনিবার (১০ আগস্ট) দুপুরে জেলার আবু ফাতাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম মো. মাসুদ। তার বাড়ি জামালপুর শহরের বনপাড়া এলাকায়। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। কারাগারের জেলার, কারারক্ষী ও বন্দিসহ ১৯ জন আহত হয়েছেন। জেলারের কার্যালয়, হাসপাতাল, আটটি ওয়ার্ডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
আরো পড়ুন: পদত্যাগ করলেন প্রধান বিচারপতি