Dhaka 10:32 pm, Sunday, 30 June 2024

দিনে ১ হাজার মানুষকে ইফতার করায় ড্রিম ভ্যান ফাউন্ডেশন

এই রমজানে ৩০ দিনে ৩০,০০০ হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালাচ্ছে ড্রীম ভ্যান ফাউন্ডেশন। আজ নবম রোজায় ও ইফতার বিতরণের প্রস্তুতি নিচ্ছে তারা। গত ৮দিনে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে পুলিশের সহযোগিতায় এক হাজার মানুষকে ইফতার করিয়েছে প্রতিষ্ঠানটি। লালমনিরহাট জেলার পরে আরও দুইটি জেলায় প্রতিদিন এক হাজার মানুষকে ইফতার করাবে ড্রিম ভ্যান ফাউন্ডেশন।

আরো পড়ুন:ভ্যাটেশ্বর নদীর সেতু না থাকায় চরম দুর্ভোগে বারাজানের মানুষ

ইভেন্ট পরিচালনার স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জানা যায়, ২০১৯ সালে ড্রীম ভ্যান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। তখন প্রতিদিনই তেঁজগাও বস্তিতে এক হাঁড়ি জগাখিচুড়ি রান্না করত তারা। সুনামগঞ্জের ভয়াবহ দুর্যোগের সময় ড্রীম ভ্যান ফাউন্ডেশন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিদিন শতশত মানুষের কাছে রান্না  করা খাবার বিতরণ কার্যক্রম চলমান রাখে।

আরো পড়ুন:হলুদ সাংবাদিকতা থেক মুক্তি চেয়ে ও এসিল্যান্ডের বদলী বাতিল চেয়ে মানববন্ধন

এই ইভেন্টের পরিচালক লিখন তাইজুল জানান, যে মানুষগুলোর কষ্টে উপার্জিত অর্থের মাধ্যমে এতো মানুষের খাবারের আয়োজন তাদের নাম না জানালে নিজেকে ছোট মনে হবে। এই রমজানে সালেহীন মাহমুদ একাই ১৫,০০০ ইফতার উপহার দিয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী ফাতেমা রাফ একাই ৫,০০০ মানুষের ইফতার উপহার দিয়েছে। মির কামরুজ্জামান লিজু  ৩,০০০ মানুষের জন্য ইফতার উপহার দিয়েছে। এছাড়াও  আরো অনেকেই ড্রীম ভ্যান ফাউন্ডেশনের জগাখিচুড়ি প্রজেক্টের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সততার সাথে কাজ করলে লাখ লাখ অসহায় মানুষদের পাশে থেকে ভালোবাসা সম্ভব।

2 thoughts on “দিনে ১ হাজার মানুষকে ইফতার করায় ড্রিম ভ্যান ফাউন্ডেশন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ

দিনে ১ হাজার মানুষকে ইফতার করায় ড্রিম ভ্যান ফাউন্ডেশন

Update Time : 04:06:50 pm, Wednesday, 20 March 2024

এই রমজানে ৩০ দিনে ৩০,০০০ হতদরিদ্র মানুষদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালাচ্ছে ড্রীম ভ্যান ফাউন্ডেশন। আজ নবম রোজায় ও ইফতার বিতরণের প্রস্তুতি নিচ্ছে তারা। গত ৮দিনে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে পুলিশের সহযোগিতায় এক হাজার মানুষকে ইফতার করিয়েছে প্রতিষ্ঠানটি। লালমনিরহাট জেলার পরে আরও দুইটি জেলায় প্রতিদিন এক হাজার মানুষকে ইফতার করাবে ড্রিম ভ্যান ফাউন্ডেশন।

আরো পড়ুন:ভ্যাটেশ্বর নদীর সেতু না থাকায় চরম দুর্ভোগে বারাজানের মানুষ

ইভেন্ট পরিচালনার স্বেচ্ছাসেবকদের কাছ থেকে জানা যায়, ২০১৯ সালে ড্রীম ভ্যান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। তখন প্রতিদিনই তেঁজগাও বস্তিতে এক হাঁড়ি জগাখিচুড়ি রান্না করত তারা। সুনামগঞ্জের ভয়াবহ দুর্যোগের সময় ড্রীম ভ্যান ফাউন্ডেশন বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিদিন শতশত মানুষের কাছে রান্না  করা খাবার বিতরণ কার্যক্রম চলমান রাখে।

আরো পড়ুন:হলুদ সাংবাদিকতা থেক মুক্তি চেয়ে ও এসিল্যান্ডের বদলী বাতিল চেয়ে মানববন্ধন

এই ইভেন্টের পরিচালক লিখন তাইজুল জানান, যে মানুষগুলোর কষ্টে উপার্জিত অর্থের মাধ্যমে এতো মানুষের খাবারের আয়োজন তাদের নাম না জানালে নিজেকে ছোট মনে হবে। এই রমজানে সালেহীন মাহমুদ একাই ১৫,০০০ ইফতার উপহার দিয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী ফাতেমা রাফ একাই ৫,০০০ মানুষের ইফতার উপহার দিয়েছে। মির কামরুজ্জামান লিজু  ৩,০০০ মানুষের জন্য ইফতার উপহার দিয়েছে। এছাড়াও  আরো অনেকেই ড্রীম ভ্যান ফাউন্ডেশনের জগাখিচুড়ি প্রজেক্টের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সততার সাথে কাজ করলে লাখ লাখ অসহায় মানুষদের পাশে থেকে ভালোবাসা সম্ভব।