ময়মনসিংহের ভালুকা উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাতিবেড় এলাকার আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা দুজন বোন।
আরো পড়ুন:মিয়ানমার সীমান্তে সতর্ক অবস্থানে আছি : কোস্ট গার্ড মহাপরিচালক
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল। অন্যদিকে মুরগিবাহী একটি পিকআপ ঘাটাইলের দিকে যাওয়ার সময় ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘন কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের নিহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
আরো পড়ুন:মেট্রোরেলে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
3 thoughts on “অটোরিকশা-পিকআপ সংঘর্ষে দুই বোনের মৃত্যু”