Dhaka 8:49 am, Monday, 8 July 2024

হজযাত্রীদের সুখবর দিলো সৌদি

হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। এ কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার (১ মার্চ) থেকে, যা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের হজযাত্রীরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া শুরু করবেন। এদিকে অতীতে হাজিদের বাসস্থান নিয়ে বিভিন্ন অভিযোগ থাকায়, সেই সংকট সমাধানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা দিতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে।

আরো পড়ুন:অনুমতি ছাড়া হজ করলে জেল-জরিমানা

এবার হজযাত্রীদের থাকার জন্য এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে থাকতে পারবেন প্রায় ১২ লাখ হজযাত্রী। খবর গালফ নিউজের।

আরো পড়ুন:ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে আরও লাইসেন্স আবেদন নেওয়া হবে। এতে চলতি বছর মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবারের হজ মৌসুমে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি। সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে আগের মতো দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।

হজযাত্রীদের সুখবর দিলো সৌদি

Update Time : 03:13:47 pm, Monday, 4 March 2024

হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। এ কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার (১ মার্চ) থেকে, যা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের হজযাত্রীরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া শুরু করবেন। এদিকে অতীতে হাজিদের বাসস্থান নিয়ে বিভিন্ন অভিযোগ থাকায়, সেই সংকট সমাধানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা দিতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে।

আরো পড়ুন:অনুমতি ছাড়া হজ করলে জেল-জরিমানা

এবার হজযাত্রীদের থাকার জন্য এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে থাকতে পারবেন প্রায় ১২ লাখ হজযাত্রী। খবর গালফ নিউজের।

আরো পড়ুন:ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে আরও লাইসেন্স আবেদন নেওয়া হবে। এতে চলতি বছর মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এবারের হজ মৌসুমে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি। সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে আগের মতো দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।