গত ১২ দিনে লক্ষ্মীপুরে প্রায় এক হাজার মানুষ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৭৮৮ জন আক্রান্ত হয়েছেন ডায়রিয়ায়। বন্যাকবলিত এলাকায় পানিতে ডুবে ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২২ আগস্ট থেকে লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় ডায়রিয়ায় ৭৮৮ জন, শ্বাসতন্ত্র সংক্রমণে (আরটিআই) ৩৪ জন এবং চর্মরোগে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। সাপের কামড়ের শিকার ১৫৬ জন। দুজন মারা গেছেন পানিতে ডুবে। এছাড়া সদর ও রায়পুর উপজেলায় পানিতে ডুবে দুজন, রামগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১০৯ জন, শ্বাসতন্ত্র সংক্রমণে দুজন, সাপের কামড়ে ১০ জন, পানিতে ডুবে একজন ও ১৭২ জন চর্মরোগে আক্রান্ত হয়ে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬০ জন এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে রায়পুরে চারজন, রামগঞ্জে তিনজন, কমলনগরে ২১ জন ও রামগতিতে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। সাপে কাটা রোগীদের মধ্যে সদরে সাতজন ও রায়পুরে তিনজন চিকিৎসা নিয়েছেন। চর্মরোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নেন ১৭২ জন। তবে গত ২৪ ঘণ্টায় বন্যাকবলিত হয়ে কোনো মৃত্যুর ঘটনা নেই।