Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বায়ুদূষণের কারণে থাইল্যান্ডে ৩৫০টি স্কুল বন্ধ

বায়ুদূষণ

বায়ুদূষণের কারণে থাইল্যান্ডের ব্যাংককে ৩৫০টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। এ ঘোষণা দেয় ব্যাংকক নগর কর্তৃপক্ষ। ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের মতে, বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ব্যাংককের অবস্থান আজ সপ্তম।গত কয়েক বছর ধরেই থাইল্যান্ডে বায়ুদূষণ বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।

এ বছর বায়ূদুষণের অবস্থা এমন মারাত্মক অবস্থায় পৌঁছেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে বেশি বিপর্যয়কর। এ কারণে ব্যাংককে প্রায় সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।এর আগে ২০২২ সালেও বায়ুদূষণের কারণে ব্যাংককে স্কুল বন্ধ করে দেয়া হয়েছিল।নগর কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বায়ু দূষণের কারণে ৩১টি জেলার ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে।এর আগে গত বৃহস্পতিবার নগর কর্তৃপক্ষ ২৫০টি স্কুল বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে নগরের কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানায়। এ ছাড়া শহরের রাস্তায় ভারী যানবাহন চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আবহাওয়াবিদেরা বলছেন, শীতকালীন শুষ্ক ঝড়, ফসলের খড় পোড়ানোর ধোঁয়া ও গাড়ির ধোঁয়া মিলে ব্যাপকভাবে বায়ুদূষণ সৃষ্টি হয়েছে।গতকাল শুক্রবার থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নগরে খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

যারা নিষেধাজ্ঞা অমান্য করে ফসলের খড় পোড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে সুইজারল্যান্ডের দাভোসে রয়েছেন। সেখান থেকেই বায়ুদূষণ রোধে তাঁর প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বায়ুদূষণের কারণে থাইল্যান্ডে ৩৫০টি স্কুল বন্ধ

Update Time : ০৯:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বায়ুদূষণের কারণে থাইল্যান্ডের ব্যাংককে ৩৫০টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। দূষণের মাত্রা এতটাই বেশি যে ব্যাংককবাসীকে দাপ্তরিক কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। এ ঘোষণা দেয় ব্যাংকক নগর কর্তৃপক্ষ। ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের মতে, বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে ব্যাংককের অবস্থান আজ সপ্তম।গত কয়েক বছর ধরেই থাইল্যান্ডে বায়ুদূষণ বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে।

এ বছর বায়ূদুষণের অবস্থা এমন মারাত্মক অবস্থায় পৌঁছেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে বেশি বিপর্যয়কর। এ কারণে ব্যাংককে প্রায় সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।এর আগে ২০২২ সালেও বায়ুদূষণের কারণে ব্যাংককে স্কুল বন্ধ করে দেয়া হয়েছিল।নগর কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বায়ু দূষণের কারণে ৩১টি জেলার ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে।এর আগে গত বৃহস্পতিবার নগর কর্তৃপক্ষ ২৫০টি স্কুল বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে নগরের কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানায়। এ ছাড়া শহরের রাস্তায় ভারী যানবাহন চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

আবহাওয়াবিদেরা বলছেন, শীতকালীন শুষ্ক ঝড়, ফসলের খড় পোড়ানোর ধোঁয়া ও গাড়ির ধোঁয়া মিলে ব্যাপকভাবে বায়ুদূষণ সৃষ্টি হয়েছে।গতকাল শুক্রবার থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নগরে খড় পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

যারা নিষেধাজ্ঞা অমান্য করে ফসলের খড় পোড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি অনুষ্ঠানে সুইজারল্যান্ডের দাভোসে রয়েছেন। সেখান থেকেই বায়ুদূষণ রোধে তাঁর প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।