Dhaka 3:28 pm, Tuesday, 2 July 2024

সরকারি গাড়ি ব্যবহারে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সিবিএ নেতা

ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার করে সরকারের সাড়ে ২৬ লাখ টাকা ক্ষতিসাধন বা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক কেয়ারটেকার ও সিবিএ নেতা মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরো পড়ুন:ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া ট্রানজিট না:মাহমুদুর রহমান

দুদকের উপ-সহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন। বুধবার (২৬ জুন) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।মামলার এজাহারে বলা হয়, আসামি সিবিএ নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের দাপ্তরিক কাজে বরাদ্দ করা জিপ গাড়িটি (গাড়ি নং-ঘ-১৩-৭২৫২) ২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৮ মার্চ পর্যন্ত ছয় বছর ব্যক্তিগত কাজে ব্যবহার করে জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৬ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ কিংবা সরকারের আর্থিক ক্ষতিসাধন করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারায় এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, জিপ গাড়িটি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের যানবাহন দপ্তরের আওতাধীন। গাড়িটি কোনো নির্দিষ্ট কর্মকর্তার নামে বরাদ্দ ছিল না। পরিবহন পুলের অধীনে জরুরি দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল। সিবিএ নেতা জয়নাল জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে ব্যবহার করে গাড়ির জ্বালানি ও মেরামত খরচ নিয়েছেন। মঙ্গলবারও অগ্রণী ব্যাংকের অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ নেতা খন্দকার মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একই অভিযোগে মামলা দারে করেছিল দুদক।

3 thoughts on “সরকারি গাড়ি ব্যবহারে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সিবিএ নেতা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সরকারি গাড়ি ব্যবহারে ফাঁসলেন অগ্রণী ব্যাংকের সিবিএ নেতা

Update Time : 05:59:56 pm, Wednesday, 26 June 2024

ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার করে সরকারের সাড়ে ২৬ লাখ টাকা ক্ষতিসাধন বা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক কেয়ারটেকার ও সিবিএ নেতা মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরো পড়ুন:ভারতের ট্রেন বাংলাদেশের ভেতর দিয়ে যাওয়া ট্রানজিট না:মাহমুদুর রহমান

দুদকের উপ-সহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন। বুধবার (২৬ জুন) দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।মামলার এজাহারে বলা হয়, আসামি সিবিএ নেতা হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অগ্রণী ব্যাংকের দাপ্তরিক কাজে বরাদ্দ করা জিপ গাড়িটি (গাড়ি নং-ঘ-১৩-৭২৫২) ২০১৯ সালের ২৪ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৮ মার্চ পর্যন্ত ছয় বছর ব্যক্তিগত কাজে ব্যবহার করে জ্বালানি তেল, মালামাল ক্রয়, মেরামত খরচ ও ড্রাইভারের ওভারটাইম বেতন বাবদ মোট ২৬ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাৎ কিংবা সরকারের আর্থিক ক্ষতিসাধন করেছেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯ ধারায় এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, জিপ গাড়িটি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের যানবাহন দপ্তরের আওতাধীন। গাড়িটি কোনো নির্দিষ্ট কর্মকর্তার নামে বরাদ্দ ছিল না। পরিবহন পুলের অধীনে জরুরি দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট ছিল। সিবিএ নেতা জয়নাল জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে ব্যবহার করে গাড়ির জ্বালানি ও মেরামত খরচ নিয়েছেন। মঙ্গলবারও অগ্রণী ব্যাংকের অ্যাটর্নি অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ নেতা খন্দকার মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একই অভিযোগে মামলা দারে করেছিল দুদক।