Dhaka 10:06 pm, Thursday, 4 July 2024

যারা দুনিয়াকে শিখিয়েছে, তাদের শেখাতে এসো না’, রোহিতকে ইনজামাম


সুপার এইটের ম্যাচগুলোতে ১৫ ওভারের পরও রিভার্স সুইং করতে দেখা গেছে আর্শদিপ সিংকে। যা মোটেও স্বাভাবিকভাবে নিতে পারেননি ইনজামাম উল হক। তিনি ধারণা করেন, আর্শদিপ বল টেম্পারিং করতে পারে। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন রোহিত শর্মা। এবার ভারত অধিনায়ককে জবাব দিলেন ইনজামাম।

আরো পড়ুন;গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু

উদ্দেশ্য করে ইনজামাম বলেন, ‘মাথা তো আমি নিশ্চয়ই খুলে নেব। প্রথম কথা হচ্ছে, ও স্বীকার করেছে যে রিভার্স সুইং হচ্ছে। এর মানে আমরা যেটা ধারণা করেছিলাম, সেটা ঠিক আছে। কীভাবে রিভার্স সুইং হয়, কতটুকু রোদের মধ্যে হয়, কোন উইকেটে হয়, রোহিত শর্মার সেটা আমাদের বলার প্রয়োজন নেই। যারা রিভার্স সুইং সারা দুনিয়াকে শিখিয়েছে, তাদের শেখাতে হয় না। ওকে বলবেন এ ধরনের কথাবার্তা ঠিক নয়।’একইসঙ্গে ইনজামাম এটাও দাবি করেন যে বল টেম্পারিংয়ের কোনো অভিযোগ তিনি করেননি। পুরো বিষয়টিকে রোহিতের সামনে গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে বলে দাবি করেন তিনি। ফাইনালে আম্পায়ারদের সতর্ক থাকতে আহ্বানও জানান ইনজামাম।তিনি বলেন, ‘না, আমি এটা (বল টেম্পারিং করা) বলিনি। (রোহিতকে ওই সাংবাদিক) বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম, ১৫তম ওভারে রিভার্স সুইং হচ্ছে, চোখ খোলা রাখুন।’‘এখনো আম্পায়ারের প্রতি আমার এই পরামর্শ থাকবে। সঙ্গে আম্পায়ার যদি তাঁর মাথাও খোলা রাখেন, তাহলে অনেক ভালো হবে। ও (রোহিত) তো শুধু মাথা খোলা রাখার কথা বলেছে। আমি আম্পায়ারকে বলছি—চোখও খোলা রাখুন, মাথাও খোলা রাখুন।’-যোগ করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ১০০ টাকা অযৌক্তিক : পরিবেশমন্ত্রী

যারা দুনিয়াকে শিখিয়েছে, তাদের শেখাতে এসো না’, রোহিতকে ইনজামাম

Update Time : 06:59:33 pm, Tuesday, 2 July 2024

সুপার এইটের ম্যাচগুলোতে ১৫ ওভারের পরও রিভার্স সুইং করতে দেখা গেছে আর্শদিপ সিংকে। যা মোটেও স্বাভাবিকভাবে নিতে পারেননি ইনজামাম উল হক। তিনি ধারণা করেন, আর্শদিপ বল টেম্পারিং করতে পারে। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন রোহিত শর্মা। এবার ভারত অধিনায়ককে জবাব দিলেন ইনজামাম।

আরো পড়ুন;গাজায় নিখোঁজ ২১ হাজার শিশু

উদ্দেশ্য করে ইনজামাম বলেন, ‘মাথা তো আমি নিশ্চয়ই খুলে নেব। প্রথম কথা হচ্ছে, ও স্বীকার করেছে যে রিভার্স সুইং হচ্ছে। এর মানে আমরা যেটা ধারণা করেছিলাম, সেটা ঠিক আছে। কীভাবে রিভার্স সুইং হয়, কতটুকু রোদের মধ্যে হয়, কোন উইকেটে হয়, রোহিত শর্মার সেটা আমাদের বলার প্রয়োজন নেই। যারা রিভার্স সুইং সারা দুনিয়াকে শিখিয়েছে, তাদের শেখাতে হয় না। ওকে বলবেন এ ধরনের কথাবার্তা ঠিক নয়।’একইসঙ্গে ইনজামাম এটাও দাবি করেন যে বল টেম্পারিংয়ের কোনো অভিযোগ তিনি করেননি। পুরো বিষয়টিকে রোহিতের সামনে গণমাধ্যম ভুলভাবে প্রকাশ করেছে বলে দাবি করেন তিনি। ফাইনালে আম্পায়ারদের সতর্ক থাকতে আহ্বানও জানান ইনজামাম।তিনি বলেন, ‘না, আমি এটা (বল টেম্পারিং করা) বলিনি। (রোহিতকে ওই সাংবাদিক) বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম, ১৫তম ওভারে রিভার্স সুইং হচ্ছে, চোখ খোলা রাখুন।’‘এখনো আম্পায়ারের প্রতি আমার এই পরামর্শ থাকবে। সঙ্গে আম্পায়ার যদি তাঁর মাথাও খোলা রাখেন, তাহলে অনেক ভালো হবে। ও (রোহিত) তো শুধু মাথা খোলা রাখার কথা বলেছে। আমি আম্পায়ারকে বলছি—চোখও খোলা রাখুন, মাথাও খোলা রাখুন।’-যোগ করেন তিনি।