রাজবাড়ীতে সীমিত পরিসরে শুরু হয়েছে থানা পুলিশের কার্যক্রম। শনিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর থানায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
এ সময় থানার নিরাপত্তায় সেনাবাহিনী ও আনসার সদস্যদের দেখা গেছে। এদিকে, জনগণের জানমাল নিরাপত্তায় সড়কে টহল দিতেও দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের।
এদিকে, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুুল কালাম আজাদ জানান, রাজবাড়ি জেলার সমস্ত পুলিশ স্থাপনায় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়নি।
পুলিশ সুপার জি.এম আবুুল কালাম আজাদ আরও বলেন, আজ থেকে জেলার সদর থানা ব্যতীত অন্যান্য সকল থানায় পুলিশের কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। তবে এখনও অপারেশনাল কার্যক্রম শুরু হয় নাই। কিন্তু খুব দ্রুতই কাজে ফিরা হবে। কারণ- থানাগুলো কখনও বন্ধ হয়না। তাই, রাজবাড়ির থানাগুলো মানুষের আস্থার জায়গায় পরিণত করতে চাই।