বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের ২য় দিন আজ শনিবার (১০ফেব্রুয়ারি) ইবাদত-বন্দেগি ও যিকির-আসকারে মশুগুল মুসল্লিরা। তাদের উদ্দেশে বয়ান করছেন দেশ-বিদেশের শীর্ষ আলেমরা। লাখো মুসল্লির জমায়েতে মুখর টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ।
দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন মাওলানা সাদের অনুসারীরা। ৫৪টি দেশ থেকে এসেছেন তাবলিগ জামায়াতের ৭ হাজারের বেশি সদস্য। আগামীকাল অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। আর এর মধ্য দিয়েই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
গতকাল শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হলেও মুসল্লিদের ভিড় বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বয়ান। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন মুসল্লিরা।
এদিকে ইজতেমায় মাওলানা সাদ কান্ধলভীর আসার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ইজতেমা মাঠ পরিদর্শনে এসে তিনি বলেন, ‘মাওলানা সাদকে আনার জন্য তার পক্ষের লোকজন কাজ করছেন। সরকারের সঙ্গেও তাদের কথা চলছে। সমঝোতার মধ্যে হয়তো তাকে আনা সম্ভব হতে পারে।’
আরো পড়ুন: জরুরি বৈঠক ডেকেছেন রওশন এরশাদৎ
One thought on “বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের ২য় দিন আজ”