Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঘাটাইলে ওয়ার্কশপ থেকে ১২ বছরের শিশু শ্রমিক নাহিদের রহস্যজনক লাশ উদ্ধার।

টাঙ্গাইলের ঘাটাইল- ময়মনসিংহ মহাসড়ক রোড সংলগ্ন বীর ঘাটাইল নামক স্থানে মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নাহিদ নামক বারো বছরের শিশু শ্রমিক নাহিদের  মরদেহ উদ্ধার করা হয়। ২১ ফেব্রুয়ারী শেষ রাত্রিতে এ ঘটনা ঘটে আনুমানিক ধারনা জানা যায় স্থানীয় ও পুলিশ সূত্রে।সকাল ১১ ঘটিকায় নিহত শিশু শ্রমিক নাহিদের(১২) রহস্যজনক ভাবে লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।নিহত নাহিদ দেউলাবাড়ি পোয়াকোলা পশ্চিমপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।
নিহত নাহিদ মালিক মনিরের গ্যারেজে ৩ মাস যাবত কাজ শিখছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।জায়গা ও দোকানের মালিক উভয় মিলে  মালামাল কেনার জন্য তিন দিন যাবত চট্রগ্রাম অবস্থান। ফলে রাত্রে পাহাড়ায় থাকে নাহিদ।সুযোগে দূর্বত্তরা দোকানে ঢুকে মালামাল সহ একটি সুজকি এস এফ বাইক নাম্বার প্লেট কেটে ফেলে গাড়িটি নিয়ে যায়।সকালে পার্শ্ববর্তী দোকানদারের কর্মচারীরা  খুজ করলে সারা না পেয়ে সাথে সাথে বেকু ওয়ার্কশপ সভাপতি, মজিবর হোসেনকে জানালে তৎখনাৎ ঘাটাইল থানায় অবগত করেন তিনি। পরে নিহত নাহিদের লাশ  পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত  ওসি মো: ছালাম মিয়া জানায়,ঘটনাটি আনুমানিক ২১ শে ফেব্রুয়ারী শেষ রাত্রে ঘটেছে ধারনা করা যায়। লাশ উদ্ধার করে তদন্তের জন্য টাঙ্গাইল সদর মর্গে পাঠানো হয়েছে। পূর্নাঙ্গ রিপোর্ট আশা না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ঘাটাইলে ওয়ার্কশপ থেকে ১২ বছরের শিশু শ্রমিক নাহিদের রহস্যজনক লাশ উদ্ধার।

Update Time : ০৮:০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
টাঙ্গাইলের ঘাটাইল- ময়মনসিংহ মহাসড়ক রোড সংলগ্ন বীর ঘাটাইল নামক স্থানে মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নাহিদ নামক বারো বছরের শিশু শ্রমিক নাহিদের  মরদেহ উদ্ধার করা হয়। ২১ ফেব্রুয়ারী শেষ রাত্রিতে এ ঘটনা ঘটে আনুমানিক ধারনা জানা যায় স্থানীয় ও পুলিশ সূত্রে।সকাল ১১ ঘটিকায় নিহত শিশু শ্রমিক নাহিদের(১২) রহস্যজনক ভাবে লাশ উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।নিহত নাহিদ দেউলাবাড়ি পোয়াকোলা পশ্চিমপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।
আরো  পড়ুন:মেডিকেল ভর্তি পরীক্ষায় নবম টাঙ্গাইলের ইরাম খোশনবীশ
নিহত নাহিদ মালিক মনিরের গ্যারেজে ৩ মাস যাবত কাজ শিখছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।জায়গা ও দোকানের মালিক উভয় মিলে  মালামাল কেনার জন্য তিন দিন যাবত চট্রগ্রাম অবস্থান। ফলে রাত্রে পাহাড়ায় থাকে নাহিদ।সুযোগে দূর্বত্তরা দোকানে ঢুকে মালামাল সহ একটি সুজকি এস এফ বাইক নাম্বার প্লেট কেটে ফেলে গাড়িটি নিয়ে যায়।সকালে পার্শ্ববর্তী দোকানদারের কর্মচারীরা  খুজ করলে সারা না পেয়ে সাথে সাথে বেকু ওয়ার্কশপ সভাপতি, মজিবর হোসেনকে জানালে তৎখনাৎ ঘাটাইল থানায় অবগত করেন তিনি। পরে নিহত নাহিদের লাশ  পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরো  পড়ুন:টাঙ্গাইলে নিখোঁজ হওয়া শিশু রাসেলের মরদেহ উদ্ধার
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত  ওসি মো: ছালাম মিয়া জানায়,ঘটনাটি আনুমানিক ২১ শে ফেব্রুয়ারী শেষ রাত্রে ঘটেছে ধারনা করা যায়। লাশ উদ্ধার করে তদন্তের জন্য টাঙ্গাইল সদর মর্গে পাঠানো হয়েছে। পূর্নাঙ্গ রিপোর্ট আশা না পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।