রাজধানীর ভাটারায় জাল টাকাসহ রেজাউল ইসলাম ওরফে মুন্না (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ভাটারা থানার মাদানি এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন: খেজুরের বাজারে অস্থিরতা
এ সময় তার কাছ থেকে বিভিন্ন সমমূল্যের ৭৯ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়।আটক মুন্না ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার হদুয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে। বর্তমান তিনি ঢাকার কদমতলী এলাকার একটি বাসার ভাড়াটিয়া।বিষয়টি নিশ্চিত করে সোমাবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, মুন্নার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে।
এ সময় জাল টাকার কারবারিসহ অর্থ কেলেঙ্কারিতে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজন কুমার সাহা।
আরো পড়ুন: ভয়াবহ বন্যার কবলে ক্যালিফোর্নিয়া