দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ রায়পুর বাজারসহ রায়পুর উপজেলার বিভিন্ন বাজারে বাজারে মনিটরিং করেন উপজেলা প্রশাসনের প্রধান মোঃ ইমরান খান, যৌক্তিক মুনাফা /দাম নির্ধারণ এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন ।
এ সময় রায়পুর উপজেলা আর্মি ক্যাম্প ইনচার্জ, ছাত্র সমন্বয়ক, ব্যবসায়ী, জনসাধারণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়কে অবৈধভাবে লোডিং আনলোডিং এর কারণে পৃথক ৬টি মামলায় মোট ২০৫০০/-টাকা অর্থদণ্ড আরোপ এবং তাৎক্ষণিক ভাবে আদায় করেন।
এ বিষয় তার কাছে জানতে চাইলে তিনি জানান জনস্বার্থে অনুরুপ অভিযান অব্যাহত থাকবে।