Dhaka ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরা পূর্ব থানার ওসির নির্দেশনার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার

গত ইং-৩০/১০/২০২৪ তারিখ রাত অনুমান ৮.২০ ঘটিকার সময় মোঃ জাহিদ হাসান মিন্টু(২৩) এর ইয়ামাহা Fz v-1 ১৫০ সিসি কালো রংয়ের মটরসাইকেল যাহার রেজি: নং-ঢাকা মেট্রো ল-২৩৭৪৯২ চালাইয়া উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর মসজিদ মার্কেটের সামনে মটরসাইকেলটির চাবী ভূলবশত: গাড়ীর সাথে রাখিয়া পাশেই ঝাঁল মুড়ি খাওয়ার জন্য যায়।
ঝালঁ মুড়ি খাওয়া শেষ করে একই তারিখ রাত অনুমান ৮.৩০ ঘটিকার সময় যথাস্থনে আসিয়া দেখতে না পাইয়া অজ্ঞাতনামা চোর এর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানার মামলা নং-১(১১)২০২৪ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই মাসুদ কামাল সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ইং-০১/১১/২০২৪ তারিখ রাত অনুমান ৩.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামী মোঃ জুবায়ের আহমেদ (২০),পিতা- মোঃ কাউসার মিয়া,মাতা- মোসাম্মৎ লাভলী আক্তার,স্থায়ী ঠিকানা: বাসা/হোল্ডিং নং- ০৯/০১, সাং- রোস্তমপুর,হরিপুর মৌজা,ডাকঘর-হরিণবেড়, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে, বাগানবাড়ী, মোল্লা বাড়ী,ব্যাংক টাওয়ার, চতুর্থ তলা, ডানপাশ, ডাকঘর- উত্তরা-১২৩০,থানা-দক্ষিণখান,ডিএমপি,ঢাকা এর ভাড়াটিয়া বাসার নিচ তলা গাড়ি পার্কিং এর উত্তর পশ্চিম কোনা থেকে বাদীর শনাক্ত মতে আসামী মোঃ জুবায়ের আহমেদ এর দখল হইতে উদ্ধার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

উত্তরা পূর্ব থানার ওসির নির্দেশনার অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার

Update Time : ০৪:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
গত ইং-৩০/১০/২০২৪ তারিখ রাত অনুমান ৮.২০ ঘটিকার সময় মোঃ জাহিদ হাসান মিন্টু(২৩) এর ইয়ামাহা Fz v-1 ১৫০ সিসি কালো রংয়ের মটরসাইকেল যাহার রেজি: নং-ঢাকা মেট্রো ল-২৩৭৪৯২ চালাইয়া উত্তরা পূর্ব থানাধীন ৮নং সেক্টর মসজিদ মার্কেটের সামনে মটরসাইকেলটির চাবী ভূলবশত: গাড়ীর সাথে রাখিয়া পাশেই ঝাঁল মুড়ি খাওয়ার জন্য যায়।
ঝালঁ মুড়ি খাওয়া শেষ করে একই তারিখ রাত অনুমান ৮.৩০ ঘটিকার সময় যথাস্থনে আসিয়া দেখতে না পাইয়া অজ্ঞাতনামা চোর এর বিরুদ্ধে উত্তরা পূর্ব থানার মামলা নং-১(১১)২০২৪ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এসআই মাসুদ কামাল সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ইং-০১/১১/২০২৪ তারিখ রাত অনুমান ৩.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামী মোঃ জুবায়ের আহমেদ (২০),পিতা- মোঃ কাউসার মিয়া,মাতা- মোসাম্মৎ লাভলী আক্তার,স্থায়ী ঠিকানা: বাসা/হোল্ডিং নং- ০৯/০১, সাং- রোস্তমপুর,হরিপুর মৌজা,ডাকঘর-হরিণবেড়, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে, বাগানবাড়ী, মোল্লা বাড়ী,ব্যাংক টাওয়ার, চতুর্থ তলা, ডানপাশ, ডাকঘর- উত্তরা-১২৩০,থানা-দক্ষিণখান,ডিএমপি,ঢাকা এর ভাড়াটিয়া বাসার নিচ তলা গাড়ি পার্কিং এর উত্তর পশ্চিম কোনা থেকে বাদীর শনাক্ত মতে আসামী মোঃ জুবায়ের আহমেদ এর দখল হইতে উদ্ধার করা হয়।