টেকনাফ পৌরসভা থানার সামনে থেকে উপর বাজার ও লামার বাজার পর্যন্ত ফুটপাতগুলো রোহিঙ্গাদের দখলে, পৌরসভা যখন বাজার শুরু হয়।তখন থেকে যানজট ও সাধারণ মানুষের চলাফেরা করতে প্রচুর কষ্টে হয় । যে সময় মাছ উঠে সেই সময় ফুটপাত গুলো দখল করে বাজেমালের দোকানদার ও কাঁচা বাজারের ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য করার কারণে তখন মানুষের চলাফেরা করতে ভোগান্তি হয় অনেক বেশি।
টেকনাফ থানার ওসি প্রদীপ জেলে যাওয়ার পর থেকে টেকনাফ পৌরসভার ফুটপাতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবৈধভাবে দখলদাররা দখল করে নিজ গতিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। টেকনাফ পৌরসভার সচেতন মহলের দাবি টেকনাফ পৌরসভার প্রশাসনের সুনজর না থাকার কারণে এভাবেই ফুটপাতগুলো অবৈধ ব্যবসায়ীদের দখলে যাচ্ছে বলে মনে করেন। সচেতন মহলের আরো দাবী করেন পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলামের দেখবাল না থাকার কারণে ফুটপাতগুলো অবৈধ ব্যবসায়ীদের কাছে চলে যাচ্ছে বলে মনে করেন।
সচেতন মহল আরো বলেন আর দুই বছর মত দেখাশুনা না করলে সাধারণ মানুষের হাঁটার কোন রাস্তা থাকবে না ,মেইন রাস্তার উপর দিয়ে সাধারণ মানুষ কে ফুটপাত হিসাবে ব্যবহার করতে হবে বলে মনেকরেন। সচেতন মহলের সর্বশেষ একটি দাবি টেকনাফ পৌরসভার সর্বস্তরের মেয়র ও প্রশাসন কে ফুটপাত উচ্ছেদের মাধ্যমে ফুটপাতগুলো ফিরে পেতে চাই জনসাধারণ।
https://youtu.be/8FgbFvYAEwg?si=RToiR5hxnlQPVV7T
4 thoughts on “রোহিঙ্গাদের দখলে টেকনাফ পৌরসভার ফুটপাত”