নিজেদের সর্বশেষ এআইভিত্তিক প্রকল্প জেমিনি নিয়ে বেশ বিপাকেই পড়েছে গুগল করপোরেশন। ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল বার্ড নিয়ে আসে প্রযুক্তি বাজারে আধিপত্য করে চলা সংস্থাটি। পরবর্তীতে এই গুগল বার্ডের নাম হয়ে যায় জেমিনি। কিন্তু প্রকল্পটি বুমেরাং হয়ে দেখা দিলো গুগলের জন্য। নিজেদের সর্বশেষ এ প্রকল্পের এক ভুলেই বিতর্কের মুখে পড়ে গেছে গুগল। পড়ে গেছে কোম্পানির শেয়ার। আর এই জেরে রোষানলে পড়েছেন গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইও। দাবি উঠেছে গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার।
আরো পড়ুন:টেলিগ্রাম থেকে টাকা আয় করবেন যেভাবে
জেমিনির ভুল ছবি তৈরি নিয়েই বিতর্কের সূত্রপাত। কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়েই জেমিনি চ্যাটবটে ছবি তৈরির সুবিধা বন্ধ করে দিয়েছে গুগল। আর এই সেবা বন্ধ হয়ে যাওয়ার পরই অনেকটা কমে গেছে শীর্ষ এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম। ফলে প্রশ্ন উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের নেতৃত্ব ও দক্ষতা নিয়ে। ফলস্বরূপ গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে।
আরো পড়ুন:ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে
প্রযুক্তি-সংশ্লিষ্টরা বলছেন, গুগলের মতো প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের জন্য এই ভুল গ্রহণযোগ্য নয়। অবকাঠামো ও জনবল বিবেচনায় অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে গুগল। তাই এই প্রতিষ্ঠানে ব্যর্থতার দায়ভারও সুন্দর পিচাইকেই নিতে হবে।
One thought on “জেমিনির ভুলে বিপাকে গুগলের সিইও”