টাঙ্গাইলে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালে দিবসটি পালন করা হয়। নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি পালন করেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আরো পড়ুন: ব্রিটেনের রাজা চার্লসের ক্যানসার
পরে হাসপাতালের প্রধান ঘেটের সামনে থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি হাসপাতাল ক্যাম্পাসসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করে। পরে তারা শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়াম রুমে ক্যান্সার দিবস নিয়ে একটি আলোচনা সভা করে। র্যালিতে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিভিন্ন ম্যাটসের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিশ্ব ক্যান্সার দিবসের একই টি-শার্ট পরে সকলেই র্যালিতে করেন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপতালের পরিচালক ড.আব্দুল কুদ্দুস,সহকারি পরিচালক ড.আব্দুল কাদের, সাবেক সিভিল সার্জন ড.ইবনে সাইদ প্রমুখ।
আরো পড়ুন: ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
4 thoughts on “টাঙ্গাইলে বিশ্ব ক্যান্সার দিবস পালিত”