বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো একজন।
নিহতের নাম রুকুনুজ্জামান (৩৫)। সে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুল ছেলে।সে সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে টাঙ্গাইলে কর্মরত ছিল বলে জানা গেছে।আহতদের নাম হুমায়ূন রশীদ(৪০)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে। সে বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালু ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এই ঘটনায় আহত হয় আরো একজন।এসময় স্থানীয় লোকজন ট্রাক ও এর চালককে আটক করে।
তিনি আরও জানান,খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন: টাঙ্গাইলে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
https://youtu.be/8FgbFvYAEwg?si=oDcnELPX22yE8ynW
One thought on “টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহতদের ঘটনা ঘটেছে”