বাংলাদেশে ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার বন্ধুত্বের ভাঙ্গন ধরেছিল অনেক আগেই। তবুও এক সঙ্গে জাতীয় দলে খেলে যাচ্ছিলেন দুজন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভিতরের খবর প্রকাশ করলে ক্রমশ বেড়ে চলেছে দূরত্ব, কথা বলাও প্রায় বন্ধ। ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে দলের মাঝে। গত সোমবার (৫ ফেব্রুয়ারি) মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসের ব্যাট প্রস্তুত কারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব-তামিমসহ অনেক ক্রিকেটার। যেখানে সাকিবের পাশে বসা ইমরুল কায়েসের সঙ্গে হাতে মেলালেও অভিমানী তামিম ইকবাল এড়িয়ে যান বন্ধু সাকিব আল হাসানকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
আরো পড়ুন:টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল
ভিডিওতে দেখা যাচ্ছে, ইমরুলের সঙ্গে হাত মিলিয়ে সাকিবকে পাশ কাটিয়ে চলে যান তামিম। তবে লুকিয়ে ঠিকই তামিমকে দেখছিলেন সাকিব। এমকেএসের উদ্বোধনী অনুষ্ঠানে লুকিয়ে বন্ধু তামিমের দিকে তাকিয়ে ছিলেন সাকিব। এই অনুষ্ঠানের আয়োজক মিরাজ ও ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে তামিম সাকিবের আশপাশের সবার সঙ্গে হাত মেলালেন কিন্তু সাকিবের সঙ্গে নয়। সাকিব আয়নাতে তামিমকে ফলো করছিলেন। তার পাশের জনের সঙ্গে হাত মেলানোর পর তামিম আর হাত বাড়াননি। ফলে সাকিবও হাত বাড়াতে সাহস করেননি। তবে কিছুটা মলিন মুখে দেখা গেছে সাকিবকে।
আরো পড়ুন:বিপিএলের ফাঁকে মাগুরায় সাকিব
বিশ্বকাপের দল থেকে তামিম ইকবাল পড়ায় সাকিবের দিকে আঙুল তোলেন দেশের হাজারও ক্রিকেট ভক্ত। তবে এক সাক্ষাৎকারে সাকিব জানান এসবের কিছু জানতে না তিনি। বিশ্বকাপের ব্যর্থতার পর তিন সদস্যে তদন্ত কমিটিকেও ঘটনার ব্যাখ্যা করেছেন এই সাকিব-তামিম।
3 thoughts on “সাকিবের সঙ্গে হাত মেলালেন না অভিমানী তামিম”