গাইবান্ধার সুন্দরগঞ্জ উজেলার সর্বানন্দ ইউনিয়নের অভিযান পরিচালানা করে ৫ জুয়ারিকে আটক করেছে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ।
সুত্রে জানা যায়,পুরাতন কাউন্সিল মোড় এলাকায় রবিবার ১১ তারিখ দিনগত রাতে তাঁস দিয়ে জুয়া খেলতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়া বিরোধী অভিযান পরিচালানা করেন। এসময় উত্তর সাহাবাজ গ্রামের সাইফুল ইসলাম (৩৫), পিতা-মৃত আবুল কাশেম, ২। হেলাল ফকির (৩৫), পিতা-মোঃ অকফের আলী, ৩। আমিনুল শেখ (৫৭), পিতা-মৃত মশর শেখ, ৪। সাদিকুল ইসলাম (৩৪), পিতা-মোঃ আনসার আলী, ৫। বাবলু শেখ (৩৪), পিতা-মৃত কিয়াস উদ্দিনকে সাহাবাজ গ্রামস্থ পুরাতন কাউন্সিল মোড় এলাকায় জুয়া খেলার আসর হইতে জুয়া খেলার সরঞ্জামাদি সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরন করা।বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রর ইন-চার্জ আব্দল আজিজ বলেন,জুয়া খেলার কারণে অনেক সময় এলাকায় অন্যান্ন অপরাধ বেড়ে যায়, তাই তাদের বিরুদ্ধে গত ব্যবস্তা নেওয়া হয়েছে।থানার অফিসার ইন-চার্জ মোঃ মাহাবুব আলম বলেন,এ সুন্দরগঞ্জ থানা এলাকায় কোন জুয়া খেলাকে আশ্রয় দেওয়া হবে না,যেখানে জুয়া খেলার আসর বসবে সেখানে গ্রেফতারি অভিযান চলবে।
https://youtu.be/8FgbFvYAEwg?si=XBVgOXRHqgGIu50o
2 thoughts on “সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ৫ জুয়ারি আটক”