চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, মাদক বিক্রি, সন্ত্রাসী, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সোনারগাঁও উপজেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ ফেব্রুয়ারি, বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাবরিনা হক, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল, সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার।
এছাড়াও সোনারগাঁও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
One thought on “সোনারগাঁও উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত”