আইপিএলের ১৭তম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে ২৪ কোটি ৭৫ লাখ রুপির বিনিময়ে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এতে সব রেকর্ড চুরমার করে গত নিলামে আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত হন এই অজি ক্রিকেটার।স্টার্কের আকাশচুম্বী দাম শুনে অনেকেই সমালোচনা করেছে। তাদের একজন সুনীল গাভাস্কার। কিংবদন্তি এই ভারতীয়র মতে, এখন পর্যন্ত এত টাকার যোগ্য হয়ে উঠেননি কোনো ক্রিকেটারই।
আরো পড়ুন:উন্নত আবাসন পাবে দরিদ্র জনগোষ্ঠী : গণপূর্তমন্ত্রী
স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, সত্যি বলতে, এটা একদমই বাড়াবাড়ি। আমার মনে হয়, কেউই এতো টাকার যোগ্য না। যদি স্টার্ক কোনো প্রভাব রাখতে পারে এবং ১৪ ম্যাচের ভেতর চারটি জেতাতে পারে তাহলে বলা যেতে পারে, টাকা কাজে লেগেছে। সে যদি অন্য ম্যাচে অবদান রাখতে পারে তাহলে বেশ দারুণ হবে। প্লেয়ার্স ড্রাফটে অনেকটা লড়াই করেই স্টার্ককে দলে নিয়েছে। যে কারণে তাকে খরচ করতে হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তাই আসন্ন আইপিএলে সবার নজর থাকবে এই অজি ব্যাটারের উপর। যা নিয়েও প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
আরো পড়ুন:মেসি না খেলায় ক্ষমা চাইল ইন্টার মিয়ামি
তিনি বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো বড় দলের বিপক্ষে স্টার্ককে পারফর্ম করতে হবে। বাঁহাতি এই পেসার সবশেষ আইপিএল খেলেছেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালে তাকে ৯ কোটি ৪০ রুপি দিয়ে কিনেছিল কলকাতা। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি সে আসরে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ১০ ম্যাচে ১৬ উইকেট নেওয়ায় স্টার্কের তারকাখ্যাতি আরও বেড়ে যায়।
One thought on “‘স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ রুপির যোগ্য না’”