উত্তরা পূর্ব থানায় ওসির দিক নির্দশনায় একটি চোরাই পিকাপ উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
জানা গেছে, গত ৩১/১০/২০২৪ তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকা হতে ইং-০১/১১/২০২৪ তারিখ ভোর অনুমান ০৭:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় উত্তরা র্পূব থানাধীন সেক্টর নং-৬ রোড নং-১৩/এ রাস্তার পশ্চিম পাশে ইং- ৩১/১০/২০২৪ তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকা হতে ইং-০১/১১/২০২৪ তারিখ ভোর অনুমান ০৭:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় বাদী আমিনুল ইসলাম ভুইয়া (৪১ এর পিকআপ গাড়ি যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ন-১২-৮১০০ অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে গিয়াছে। যাহা উত্তরা পূর্ব থানার মামলা নং-১(১১)২০২৪ ধারা-৩৭৯ পেনাল কোড।
মামলার তদন্তকারী অফিসার এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মামলা রুজুর ১৮ ঘন্টার মধ্যে ইং-২/১১/২০২৪ তারিখ ১১.৪৫ ঘটিকার সময় সবুজবাগ থানাধীন বাসাবো কুসুমবাগ রোড নং-৩, বাসা ৮/৩ এর সামনে পাকা রাস্তার উপর হইতে (পুলিশের তৎপরতার কারণে অজ্ঞাত আসামীরা রাস্তার উপর ফেলে যাওয়া অবস্থায়) উদ্ধার পূর্বক জব্দ করা হয়।