বিপিএলের আগের নয় আসরের প্রতিটিতে খেললেও ট্রফি স্পর্শ করা হয়েছিল না টাইগার ক্রিকেটার দুই বড় তরকা মাহমদুউল্লাহ এবং মুশফিকুর রহিম। তবে বরিশালের প্রথম শিরোপা জয়ের ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন এই দুই ক্রিকেটার। এ ছাড়াও এই তালিকায় রয়েছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। পুরস্কার বিতরণী মঞ্চে, তামিমকে দলের পক্ষে কথা বলার জন্যে ডাকা হলে সে সময় মুশফিক ও রিয়াদকে সঙ্গে নেন বরিশাল অধিনায়ক। সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল শিরোপা জেতা তামিমের কাছে এবারেরটা কতটুকু আলাদা এমন প্রশ্ন করা হয়। জবাবে তামিম বলেন, অবশ্যই যেকোনো ট্রফি ফ্যান্টাসটিক।
আরো পড়ুন:বরিশালের প্রথম শিরোপা জয়
‘কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিল, কিছু তরুণ খেলোয়াড় মিরাজ বলেন বা সৌম্য বলেন। দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি) তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব।’ তিনি বলেন, আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়তো চালিয়ে যাবে। অন্যদের মতো এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল।’
আরো পড়ুন:টুর্নামেন্ট সেরা তামিম
এবারে বিপিএলের শুরুতে মুশফিক-মাহমুদউল্লাহকে দলে নেওয়ার জন্য অনেক সমালোচনার শিকার হতে হয় বরিশালকে। তবে দলটির মূলশক্তি ছিল অভিজ্ঞতা। সেটাকে কাজে লাগিয়েই চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছে বরিশাল।
One thought on “৫ ক্রিকেটারকে ট্রফি উৎসর্গ করলেন তামিম”