ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। এরপরই সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাব সমর্থকদের সামনে অশোভন অঙ্গভঙ্গিতে উদযাপন করে সমালোচনার মুখে পড়েছেন এই আল নাসরের তারকা ফুটবলার। ইতোমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন এই পর্তুগিজ পোস্টারবয়।
আরো পড়ুন:চোট নিয়েই খেলবেন মেসি!
গত রোববার সৌদি প্রো লিগে রিয়াদ ডার্বিতে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় আল নাসর। এই ম্যাচে গোল করেন রোনালদো। এরপরই আল শাবাব সমর্থকদের ‘মেসি মেসি’ স্লোগানের প্রতিক্রিয়ায় অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন রোনালদো। মুহূর্তে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন এই তারকা ফুটবলার।
আরো পড়ুন:বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন হামজা
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এবার অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো। দৃষ্টিকটু আচরণের জন্য দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হতে পারে রোনালদোকে।
2 thoughts on “অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো”