চলমান বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মোস্তাফিজকে ছাড়ায় রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ফাইনালে মাঠে নামার আগে মোস্তাফিজকে নিয়ে সুখবর পেয়েছে চার বারের চ্যাম্পিয়নরা। পহেলা মার্চ ফাইনালে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে।
আরো পড়ুন:সাংবাদিকের উপর মেজাজ হারালেন সোহান
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মোস্তাফিজের ফাইনাল খেলার তথ্য নিশ্চিত করেছে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, মোস্তাফিজ এখন ভালো আছে, আজকে তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেওয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে ফাইনালে খেলতে পারবে।
আরো পড়ুন:বিপিএলে ফের সাকিব-তামিম দ্বৈরথ
এর আগে কুমিল্লার ফিজিও এসএম জাহিদুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছিল, মুস্তাফিজের সিটি স্ক্যান করার পর নিউরো সার্জন ও বিসিবি বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এরপর তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়।
2 thoughts on “ফাইনালে খেলবেন মোস্তাফিজ”