ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চতুর্থ টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে। তবে এই টেস্টেও দেখা মিলছে না ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলের। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮৬ ও ২২ রান করেন রাহুল। ইনজুরির কারণে পরের দুই টেস্টে স্কোয়াডে ছিলেন না তিনি। তবে তৃতীয় টেস্টের আগে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছিল, রাহুল ৯০ শতাংশ ফিট। তিনি ভালো উন্নতি করেছেন। এদিকে ধর্মশালা টেস্টেও রাহুলের খেলার সম্ভাবনা নেই, তা ফিটনেস সাপেক্ষ ব্যাপার। অন্যদিকে এই টেস্টে পেসার জাসপ্রিত বুমরাহকেও বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন মুকেশ কুমার।
আরও পড়ুন:আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল
আগেই জানানো হয়, জাসপ্রিত বুমরাহকে চতুর্থ টেস্টে বিশ্রামে রাখা হবে। সাম্প্রতিক সময়ে বুমরাহ যে পরিমাণ ক্রিকেট খেলেছেন, তা মাথায় রেখেই তাকে বিরতি দেওয়া হয়েছে। তার বদলি হিসেবে মুকেশ কুমারকে দলে ডাকা হয়েছে। এরই মধ্যে রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করেছেন তিনি।
চতুর্থ টেস্টের ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), দেবদূত পাড়িক্কাল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।
2 thoughts on “ধর্মশালা টেস্টের দল ঘোষণা করল ভারত”