চলতি বিপিএলে দলগত লড়াইকে ছাড়িয়ে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে বাড়তি গুরুত্ব পেয়েছে রংপুর-বরিশাল ম্যাচ। চট্টগ্রামে সেই দ্বৈরথ দেখেছিল ক্রিকেট ভক্তরা। আরও একবার সেই লড়াই দেখার সুযোগ পেয়েছে দর্শকরা। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মাঠে নামবে সাকিবের রংপুর এবং তামিমের ফরচুন বরিশাল।
আরো পড়ুন:বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন হামজা
সোমবার (২৭ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামে রংপুর। প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লাকে ১৮৬ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ৯ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এতে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাত ছাড়া করে রংপুর।
আরো পড়ুন:হেক্সা মিশন সম্পূর্ণ ব্রাজিলের
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও বরিশাল। দুই দলে মধ্যে জয়ী ফাইনালে কুমিল্লার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে। লিগ পর্বের প্রথম দেখায় রংপুরকে হারিয়ে আসর শুরু করেছিল বরিশাল। তবে চট্টগ্রামে সেই হারের প্রতিশোধ নিয়েছিল সাকিবের রংপুর। বরিশালকে এক উইকেটে হারিয়েছিল সাকিব-সোহানরা।
3 thoughts on “বিপিএলে ফের সাকিব-তামিম দ্বৈরথ”